এই মুহূর্তে




মাল পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ স্বপনের, হতে পারেন গ্রেফতারও

Courtesy - Google and Facebook




নিজস্ব প্রতিনিধি: ১২০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির(Corruption of 120 Crores Rupees) অভিযোগ তাঁর বিরুদ্ধে। টাকা নিয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া, আবাস যোজনার টাকা তছরুপ, মার্কেটে দোকান বণ্টন থেকে শুরু করে অবৈধ নির্মাণে ছাড়পত্র দেওয়া— এইরকম একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজ্যের শাসকদলের(TMC) অন্দরে এ নিয়ে তাঁকে ঘিরে বেশ কিছু দিন ধরেই কানাঘুষো চলছিল। শেষে একাধিক অভিযোগের ভিত্তিতে গতকালই রাজ্যের শাসক দল তাঁকে বহিষ্কার করেছে। আর এদিন তিনি নিজেই পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিলেন। নজরে স্বপন সাহা(Swapan Saha)। উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) মাল পুরসভার(Mal Municipality) চেয়ারম্যান। কেন ইস্তফার ইচ্ছাপ্রকাশ? শোনা যাচ্ছে, ১২০ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ ওঠায় রাজ্যের নগর উন্নয়ন দফতর ১৩ সদস্যের একটি টিম পাঠিয়েছে মালবাজারে। সেই টিম তদন্ত শুরু করে দিয়েছে আগেই। তদন্তের অভিমুখে স্বপন ছাড়াও এসে গিয়েছেন একাধিক কাউন্সিলর এবং পুরকর্মী। সূত্রের দাবি, এই টিমের তরফেই পুলিশে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। সেক্ষেত্রে গ্রেফতার হতে পারেন স্বপন। তাই তার আগেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ।  

আরও পড়ুন, বীরভূমের তৃণমূল আবারও কেষ্টময়, ফিকে হচ্ছেন দলের বাকি নেতারা

মূল ঘটনা, ১২০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে নাকি যুক্ত স্বপন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাঁকে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের অন্যতম সদস্যা মহুয়া গোপ জানান, দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছ থেকে নির্দেশ এসেছে, মাল পুরসভার চেয়ারম্যান পদে থাকা স্বপনকে অনির্দিষ্ট কালের জন্য তৃণমূল থেকে বরখাস্ত করার। মহুয়া জানান, ‘এক দিকে গত লোকসভা নির্বাচনে খারাপ ফল, তার ওপর স্বপনের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুর্নীতির নানা অভিযোগ দলের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে। সেই সব দিক বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেই এমন সিদ্ধান্ত। যারা যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবেন, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবেন, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না।’ যদিও স্বপন এই অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, ‘যে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতি প্রমাণ করে দেখান। আমার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রয়োজনে পাসবই খতিয়ে দেখা হোক কোন অ্যাকাউন্টে টাকা রয়েছে। ষড়যন্ত্র করে আমায় ফাঁসানো হল। দীর্ঘ ৪০ বছর ধরে দলে কাজ করেছি। এখন যদি এ ভাবে চলে যেতে হয়, দুঃখের বিষয়। তবে দল যা সিদ্ধান্ত নিয়েছে, ভালই করেছে।’

আরও পড়ুন, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে বিয়ের বায়না বিপ্লবের

এদিন স্বপন আরও জানিয়েছেন, ‘দলের দুই কাউন্সিলর ক্ষমতার লোভেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন। খারাপ সময়ে দলের পাশে থাকলেও এভাবে আমাকে সরিয়ে দেওয়া হল। আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই। পুরসভার চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেব৷ কিন্তু এটুকু বলব আমি দুর্নীতিগ্রস্থ নই। দলের খারাপ সময়েও দল করেছি। আজ সব ধুলোয় মিশে গেল। আমি পদত্যগ করছি।’ এই দাবির জেরে দলেই স্বপনের বিরোধী বলে পরিচিত পুলিন গোলদার, যিনি মাল পুরসভারই তৃণমূল কাউন্সিলর, তিনি জানিয়েছেন, ‘ক্ষমতার চেয়ারে বসে দুর্নীতি করেছেন চেয়ারম্যান। সরকারের তদন্তেই তা পরিষ্কার। আবাসের ঘর, পানীয় জল প্রকল্প, বিদ্যুতায়ন প্রকল্পে ভুয়ো বিল দেখিয়ে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। মানুষের মধ্য়ে ক্ষোভ জমেছে। চেয়ারম্যান পদে উনি ইস্তফা দিলে বা দল নির্দেশ দিলে আমরা নতুন চেয়ারম্যান মনোনীত করব। ২০২৬ সালের আগে স্বচ্ছ বোর্ড উপহার দেব। আমি বিজেপির সঙ্গে হাত মেলাইনি।’ দুর্নীতি নিয়ে রাজ্যের কাছে তথ্য দিয়েছিলেন যে আইনজীবী সেই সুমন শিকদার জানিয়েছেন, ‘আমি বিজেপি করি। সবার সঙ্গেই পরিচয় আছে। এর সঙ্গে বিজেপি-তৃণমূলের যোগসূত্র নেই। আমি হাইকোর্টেও মামলা করেছি। যেভাবে দুর্নীতি হয়েছে তার সব তথ্য তদন্তকারীদের দিয়েছি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সপ্তমীতেও ভোগাবে অসুর বৃষ্টি, ১০ জেলায় সতর্কতা

বিশ্ববাংলা শারদ সম্মান পেল কোন কোন পুজো? দেখে নিন তালিকা…

নদিয়া জেলার কোন কোন পুজো পেল বিশ্ববাংলা শারদ সম্মান?

গণ ইস্তফার সস্তা নাটক সিনিয়র চিকি‍ৎসকদের, নিয়ম মেনে কেন ইস্তফা দিচ্ছেন না উঠেছে প্রশ্ন

‘নেতা–মন্ত্রীদের পিছনে না ছুটে গণ আন্দোলন গড়ে তুলুন’, মাও পোস্টার বরাবাজারে

ষষ্ঠীর দিনে উদ্ধার অন্তঃসত্ত্বা মহিলার দগ্ধ দেহ, বীরভূম জুড়ে ছড়িয়েছে উত্তেজনা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর