এই মুহূর্তে




নবান্নে কুড়মি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আশ্বাস দিয়েছিলেন, কুড়মিদের(Kurmi Society) নিয়ে রাজ্যের তরফে নতুন করে সমীক্ষা(Survey) হবে। তৃণমূলের নির্বাচনী ইস্তাহারেও কুড়মিদের জাতিসত্তার দাবির বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে ভোটের পর লোকসভা ও বিধানসভার সদ্য অধিবেশনে কুড়মিদের দাবি উত্থাপিত হয়নি। শাসক বা বিরোধী, কোনও সাংসদ, বিধায়কই এ নিয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাবটুকুও আনেননি বলে দাবি কুড়মি সামাজিক সংগঠনগুলির। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের সময় তাই নতুন করে কুড়মিদের ওই সমীক্ষার দাবি ফের সামনে চলে আসে। সেই ইস্যুতে ঝাড়গ্রামেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিদের বৈঠকের কথা ছিল। তবে সেই বৈঠক ঝাড়গ্রামে না হয়ে এদিন হল নবান্নের(Nabanna) অন্দরে।

আরও পড়ুন, প্রেমিকার নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রেমিক

জানা গিয়েছে, এদিন অর্থাৎ মঙ্গলবারে নবান্নে কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। নবান্নে এদিন কুড়মি সমাজের ২১ জন প্রতিনিধির সঙ্গে সেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাও। এদিনের বৈঠকে উঠে আসে কুড়মিদের দীর্ঘদিনের তফশিলি উপজাতি তালিকায় নিয়ে আসার দাবি নিয়েও। রাজ্যের তরফে জানানো হয়, এই সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও তা আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। ফলে রাজ্য চেষ্টা চালিয়ে গেলেও কুড়মিরা তপশিলি উপজাতি হিসাবে স্বীকৃতি(Demand for Recognition as a Scheduled Tribe) পাচ্ছেন না। তবে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে যাতে কুড়মিরা এই স্বীকৃতি পায়। পাশাপাশি, তাঁদের উন্নয়নের জন্য রাজ্যের তরফে দেওয়া আর্থিক প্যাকেজ এবং স্কুল সিলেবাসে কুড়মি ভাষায় পঠনপাঠন সংক্রান্ত বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা চলে বলেও জানা গিয়েছে।   

আরও পড়ুন, বঁটি দিয়ে মায়ের গলা কেটে আদালতের কাঠগড়ায় ছেলে

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে গত ২২ ফেব্রুয়ারি এই নবান্নেই বিভিন্ন কুড়মি সামাজিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে কুড়মিদের নিয়ে সমীক্ষার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার পর পুরুলিয়ার সভাতেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘মাহাতোদের দীর্ঘদিনের একটি দাবি আছে—তাদের জনজাতি হিসেবে ঘোষণা করা হোক। আমরা যেটা শুরু করেছি, কোন কোন ভৌগোলিক অঞ্চলে মাহাতোরা থাকেন, প্রকৃত যারা মাহাতো, তাদের জন্য একটা সমীক্ষা করছি।’ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, গত বছর পঞ্চায়েত ভোটের আগে কুড়মি ক্ষোভ এবং জঙ্গলমহলের একাধিক গ্রাম পঞ্চায়েতে নির্দল কুড়মিরা বোর্ড গড়ায় পরিস্থিতি সামলাতে মুখ্যমন্ত্রী কুড়মিদের সমীক্ষার আশ্বাস দিয়েছিলেন। তারপর লোকসভায় জঙ্গলমহলে ভাল ফল করেছে তৃণমূল। ঝাড়গ্রাম, মেদিনীপুর ও বাঁকুড়া আসন তিনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তারা। তবে বিষ্ণুপুর এবং কুড়মি অধ্যুষিত পুরুলিয়া লোকসভায় এ বারও জিতেছে বিজেপি। ফলে, আগামীতে কুড়মিদের দাবি কতটা মান্যতা পাবে, সংশয়ে রয়েছেন কুড়মি নেতৃত্বের একাংশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পশ্চিম মেদিনীপুরে জলবন্দি ৬৪ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার

‘DVC-র জলে কেন বাংলা ডুববে, আমরা জানতে চাই, কৈফিয়ত চাই’, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

‘৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে, এটা Man Made Flood’ বার্তা মমতার

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় Review Petition’র পথে SSC

লাগাতার জল ছাড়ছে ডিভিসি,  বানভাসি দক্ষিণবঙ্গ

মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ  অগ্নিকাণ্ড, আতঙ্কে পর্যটকেরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর