এই মুহূর্তে




দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: আগামী সপ্তাহেই বিপর্যস্ত উত্তরবঙ্গে ফের যাবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো আগামী সোমবার দার্জিলিংয়ে যাচ্ছেন তিনি। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ফের যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্গঠনের কাজ এবং তদারকি কিভাবে হচ্ছে সবটাই খতিয়ে দেখা হবে।

কয়েকদিনের বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নাগরাকাটা ও মিরিক। ভেঙে পড়েছে একাধিক রাস্তা ও সেতু। সেগুলো দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ দিনের মধ্যে অস্থায়ী রাস্তা ও সেতু তৈরির কথাও বলা হয়েছে। সেইমতো কাজও শুরু হয়েছে। নির্দেশ মতো কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী। এবার দার্জিলিংয়ে যাবেন তিনি। সেখান থেকেই কাজের তদারকিও করবেন।

নির্দেশ মেনে কাজ কতটা এগিয়েছে, কীভাবে কাজ করা সম্ভব হবে সবটাই নজরদারি করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বিপর্যয়ের সময় যাঁরা সাহায্য করতে এগিয়ে এসেছে তথা দমকল কর্মী, এসডিআরএফ, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক, নার্স সকলকে সম্মানিত করবে রাজ্য। কারণ চরম বিপদের মুখেও ঝাঁপিয়ে পড়েছেন তাঁরা। নিজেদের দায়িত্ব পালন করেছেন। মিরিকের রাস্তা এখনও ঠিক না হওয়ায়, সেখানে যাওয়া সম্ভব নয় বলে দার্জিলিংয়ে বসেই পরিস্থিতির পর্যালোচনা করবেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের বিজয়ার শুভেচ্ছা জানাতে নবান্নের প্রেস কর্নারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একান্ত আলাপচারিতায় প্রায় ঘন্টা খানেক সময় কাটানোর ফাঁকে উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ের জন্য কেন্দ্রেকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর অভিযোগ তিস্তা, জলঢাকা, তোর্সার মত নদীতে পরপর জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে নদীর স্বাভাবিক গতিপথে বাধা তৈরি করা হয়েছে। গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণের মত প্রকল্প কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন থাকায় কোনও কাজই হয়নি। মাইথন, পাঞ্চেতে ড্রেজিং না করার জন্য সমস্যা হচ্ছে। অতিরিক্ত জল ছাড়ায় রাজ্য ভেসে যাচ্ছে বলে অভিযোগ জানিয়ছেন তিনি। প্রতিবাদ কর্মসূচি করার কথাও বলেছেন।

তাঁর মন্তব্য,  কাজ করে সমালোচনা করলে স্বীকার করে নেবেন। কিন্তু কাজ না করে মিথ্যা দোষারোপ করা যাবে না। নিজের উদ্যোগে ৪৫টা ভলভো বাসে করে বহু পর্যটকদের কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। রাত তিনটে পর্যন্ত উত্তরকন্যায় বসে ত্রাণের ব্যবস্থা করেছেন। এরপরই বাগডোগরা থেকে কলকাতার অস্বাভাবিক বিমান ভাড়া নিয়ে সরব হয়েছে মুখ্যমন্ত্রী। আগামী ১১ অক্টোবর মাইথন ঘেরাও করার কথা বলেছেন। এরপর পাঞ্চেতও ঘেরাও করবে তৃণমূল কংগ্রেস। নবান্নে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় জানান তাঁর উত্তরবঙ্গ সফরের কথা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

সাতসকালে জলপাইগুড়ি থেকে উঁকি ঘুমন্ত বুদ্ধের, উচ্ছ্বসিত পর্যটকেরা

SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে ৩ মামলার শুনানি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ