লোকসভায় এগিয়ে থাকা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রটি পাখির চোখ বিজেপির
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বৈচিত্রের মধ্যে ঐক্য, বাক্যটি বাংলায় যে আজও গুরুত্ব হারায়নি তার নিদর্শন মেলে প্রতিবছর ২৫ ডিসেম্বর, ব্যান্ডেল চার্চের ঠাসা ভিড়ে। বড়দিন উপলক্ষ্যে হিন্দু-মুসলিম-খ্রিস্টান নির্বিশেষে গির্জায় গিয়ে প্রার্থনা করার ছবি আজও উঠে আসে হুগলির চুঁচুড়ায়। পাশাপাশি এখানকারই আরও একটি দর্শনীয় স্থান বড়-ইমামবারা। ভাগীরথীর তীরে রয়েছে ষণ্ডেশ্বর শিব মন্দির। কিন্তু এই চুঁচুড়াই একসময়ে ছিল ওলন্দাজদের দখলে। পরে ব্রিটিশরা আধিপত্য স্থাপন করেছিল। সেই রাজত্ব বেশিদিন চলেনি। ভারতের স্বাধীনতার সময়ে এই এলাকাটিও বিদেশিমুক্ত হয়। কিন্তু ভারতবাসী তখন কংগ্রেসের প্রতি অনুগাত্য থাকলেও, ব্যতিক্রম ছিল চুঁচুড়া। এখানকার মানুষ নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত। যার ছাপ পড়েছিল স্বাধীন ভারতের প্রথম নির্বাচনেও। তবে সম্প্রতি এই চুঁচুড়া বিধানসভায় শক্তি বেড়েছে বিজেপির। গত লোকসভা নির্বাচনে এই বিধানসভা থেকে প্রচুর ভোটের লিড পেয়েছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেইজন্যই তাঁকে ফের বিধানসভায় প্রার্থী করেছে দল। চুঁচুড়া বিধানসভার দখল পেতে তাঁর ওপরই ভরসা করছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের প্রার্থী দু'বারের বিধায়ক অসিত মজুমদার। ফরওয়ার্ড ব্লকের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত চুঁচুড়ায় সংযুক্ত মোর্চাও ভরসা রেখেছে ফরওয়ার্ড ব্লকের ওপরেই। একনজরে দেখে নিন, একুশের নির্বাচনে কোন দল কাকে পার্থী করেছে...
তৃণমূল কংগ্রেস---------------- অসিত মজুমদার
বিজেপি------------------------ লকেট চট্টোপাধ্যায়
সংযুক্ত মোর্চা (ফরওয়ার্ড ব্লক)-- প্রণবকুমার ঘোষ
চুঁচুড়া-মগড়া সমষ্টি উন্নয়ন ব্লক ও পোলবা-দাদপুর সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত চুঁচুড়া বিধানসভা কেন্দ্রটি। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রটি। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে এই কেন্দ্রে জিতে বিধায়ক হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের জ্যোতিষচন্দ্র ঘোষ। এই কেন্দ্রে মাতক্র চারবারই জিততে পেরেছে কংগ্রেস। ২০১১ সাল থেকে চুঁচুড়ায় জিতে আসছেন তৃণমূলের অসিত মজুমদার। একনজরে দেখে নেওয়া যাক, চুঁচুড়ার অতীতের বিধায়ক কারা ছিলেন...
নির্বাচনের বছর | বিধায়ক | রাজনৈতিক দল |
১৯৫১ | জ্যোতিষচন্দ্র ঘোষ রাধানাথ দাস |
ফরওয়ার্ড ব্লক জাতীয় কংগ্রেস |
১৯৫৭ | ভূপতি মজুমদার | জাতীয় কংগ্রেস |
১৯৬২ | শম্ভুচরণ ঘোষ | ফরওয়ার্ড ব্লক |
১৯৬৭ | শম্ভুচরণ ঘোষ | ফরওয়ার্ড ব্লক |
১৯৬৯ | শম্ভুচরণ ঘোষ | ফরওয়ার্ড ব্লক |
১৯৭১ | ভূপতি মজুমদার | জাতীয় কংগ্রেস |
১৯৭২ | ভূপতি মজুমদার | জাতীয় কংগ্রেস |
১৯৭৭ | শম্ভুচরণ ঘোষ | ফরওয়ার্ড ব্লক |
১৯৮২ | শম্ভুচরণ ঘোষ | ফরওয়ার্ড ব্লক |
১৯৮৭ | নরেন দে | ফরওয়ার্ড ব্লক |
১৯৯১ | নরেন দে | ফরওয়ার্ড ব্লক |
১৯৯৬ | নরেন দে | ফরওয়ার্ড ব্লক |
২০০১ | নরেন দে | ফরওয়ার্ড ব্লক |
২০০৬ | নরেন দে | ফরওয়ার্ড ব্লক |
২০১১ | অসিত মজুমদার | তৃণমূল কংগ্রেস |
২০১৬ | অসিত মজুমদার | তৃণমূল কংগ্রেস |
২০১১ সালে নরেন দে-কে ৪৪ হাজার ৫৯২ ভোটে হারিয়ে তৃণমূলের টিকিটে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন অসিত মজুমদার। ২০১৬ সালে অবশ্য জয়ের ব্যবধান অনেকটাই কমে যায়। সেবার ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রণবকুমার ঘোষকে ২৯ হাজার ৬৮৪ ভোটে হারিয়েছিলেন তিনি। কিন্তু গত লোকসভা নির্বাচনে এই বিধানসভায় আরও পিছিয়ে পড়ে তৃণমূল। একনজরে দেখে নেওয়া যাক, ২০১৯ লোকসভা নির্বাচনে চুঁচুড়ায় কোন দল কত ভোট পেয়েছে...
রাজনৈতিক দল | প্রার্থী | প্রাপ্ত ভোট |
বিজেপি | লকেট চট্টোপাধ্যায় | ১১৬৬০৩ |
তৃণমূল কংগ্রেস | রত্না দে নাগ | ৯৫৫৮৭ |
সিপিএম | প্রদীপ সাহা | ২২৭৯৭ |
গত লোকসভা ভোটের নিরিখে চুঁচুড়ায় তৃণমূল বিজেপির থেকে ২১ হাজার ১৬ ভোটে পিছিয়ে রয়েছে। ফলে এই বিধানসভাটিতে জয় একপ্রকার নিশ্চিত ধরে নিয়েছে বিজেপি। কিন্তু হ্যাকট্রিকমুখী তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের জনপ্রিয়তা রয়েছে এলাকায়। এক ডাকে পাওয়া যায় বলেও দাবি করলেন অনেকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, লোকসভা নির্বাচনে মানুষ ভোট দেয় প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে। ২০১৯-এ নরেন্দ্র মোদিকে দেখেই অনেকে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু রাজ্যে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী মুখ নেই, ফলে এবার মানুষের জনমত তৃণমূলের সঙ্গেই থাকবে। এখন দেখার চুঁচুড়া যায় কার দখলে, তৃণমূল না বিজেপির। নাকি বিজেপি-তৃণমূলের এই দোলাচলে গড় ফিরিয়ে নেবে ফরওয়ার্ড ব্লক। স্পষ্ট হবে ২ মে ভোটের ফলাফলে।
Leave A Comment