এই মুহূর্তে




গুণধর সিভিক : ধার নিয়ে চাইলে টাকা, দলবল নিয়ে মারধর করে পাওনাদারকে

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: পাওনা টাকা চাওয়া নিয়ে সিভিক ভলান্টিয়ার সাথে বচসা, অভিযোগ তার জেরেই শ্যামপুরে এক ব্যক্তিকে বেধরক মারধর করা হয়। শ্যামপুর নাকোল (Nakol)এলাকার ঘটনা।জানা গিয়েছে শ্যামপুরের নাকোল এলাকার বাসিন্দা সেখ আশফাকউদ্দিন কাছ থেকে শ্যামপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার শেখ মইদুল বেশ কিছু টাকা ধার নেন।অভিযোগ গত ২৭ তারিখ সেই টাকা ফেরত চাইলে সিভিক ভলেন্টিয়ার নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে পুকুরে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উলুবেড়িয়া (Ulaberia)শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তার স্বাস্থ্যের অবনতি হলে বৃহস্পতিবার রাতে আহত ব্যক্তিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।আহত ব্য্যক্তির পরিবারের অভিযোগ শ্যামপুর থানায়(Shyampur P.S.) অভিযোগের পর FIR হলেও পুলিশ কাউকে ধরতে পারে নি।পুলিশের দাবি ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে সিভিক ভলান্টিয়ার কি করে এই ধরনের আইন হাতে তুলে নিতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে। ওই সিভিক ভলান্টিয়ার এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বলে গ্রামবাসীদের অভিযোগ।

এলাকার মানুষের স্পষ্ট দাবি যদি শ্যামপুর থানা ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এবং তার দল বলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে গ্রামবাসীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।বিভিন্ন সময়ে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে আসে। কখনো সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার কখনো বা দাদাগিরি কখনো বা রাস্তায় চলাচল করা যানবাহন থেকে তোলা আদায় এরকম নানা অভিযোগে সিভিক ভলান্টিয়াররা জড়িয়ে পড়ে। আদালতের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই সিভিক ভলান্টিয়ারদের দিয়ে কোন গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলার কাজ করানো যাবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

হায় রে স্বার্থ! SIR শুরু হতেই বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়ার হিড়িক সন্তানদের

CPIM-র ৬ কর্মীকে অপহরণ ও খুনে ৪৫জনকে যাবজ্জীবন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ