27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:52 pm
নিজস্ব প্রতিনিধি: আবারও প্রকাশ্যে এল বিজেপির (BJP) অন্তর্দ্বন্দ্ব। বৈঠকে জুতো থেকে চেয়ার ছোঁড়াছুড়ি- বাদ গেল না কিছুই। এমনকি এক নেতা এগিয়ে এলেন লাঠি নিয়ে ধেয়ে। ঘটনা দক্ষিণ ২৪ পরগণা জেলার।
শনিবার মথুরাপুরের বকখালিতে আয়োজন করা হয়েছিল সাংগঠনিক বৈঠকের। ওই বৈঠকে প্রথমে জেলা নেতৃত্বের সঙ্গে বচসা বাধে স্থানীয় নেতৃত্বর। তা থেকেই হাতাহাতি। এরপর জুতো এবং চেয়ার ছোঁড়াছুড়ি। এক নেতা আবার লাঠি উঁচিয়েও ধেয়ে যান। জানা গিয়েছে, বৈঠকে জেলা নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় নেতৃত্ব। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। তৃণমূলের কটাক্ষ, পদ্মশিবির মানেই আদি-নব্য, উচ্চ-নিচ, প্রবীণ- নবীন দ্বন্দ্ব। সবুজ শিবিরের পক্ষ থেকে কটাক্ষ করে আরও বলা হয়, যে দলে নিজেদের মধ্যেই মারামারি সেই দল রাজ্যে ক্ষমতায় এলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে।
অথচ এই প্রথম নয়। এর আগেও এমন হয়েছিল। গত বছরের ৪ সেপ্টেম্বর মথুরাপুরের রামকৃষ্ণপুরের কুলপি জেলা কার্যালয় উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই বৈঠকে বচসা বাধে জেলা সভাপতি প্রদ্যোৎ বৈদ্য এবং রাজ্য কমিটির সদস্যদের মধ্যে।ওই দিন রাজ্য কমিটির সদস্যদের জেলা সভাপতির বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন কৃত্তিবাস সর্দার। জেলা সভাপতি ও তাঁকে হাতাহাতি করতেও দেখা গিয়েছিল। বাদ যায়নি কিল-চড়-ঘুষিও। কার্যালয়ের ভেতরে শুরু হয়েছিল ভাঙচুর। চলেছিল টেবিল ও চেয়ার ছোঁড়াছুড়ি। তারপর তালা লাগিয়ে দেওয়া হয়েছিল কার্যালয়ে। ওই ঘটনার মাত্র ৩ মাস পরেই আবারও উত্তপ্ত মথুরাপুর।