কাটমানি বিতর্ক ফেলে বেড়ানোর আলোচনায় ব্যস্ত বিধায়করা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন। গতকালের মতো আজও কাটমানি বিতর্কে শাসকদলকে অস্বস্তিতে ফেলবেন বলে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলেন বিরোধীরা। সভা শুরু হতেই তুমুল হইহট্টগোল। কংগ্রেস-সিপিএম একযোগে তৃণমূল বিধায়কদের চেপে ধরেন। পাল্টা কড়া কড়া উত্তরবাণ ধেয়ে আসে শাসক শিবির থেকেও।
বিধানসভার শুরুটা রোজকার মতো হলেও কিছুক্ষণের মধ্যেই বদলে গেল ছবিটা। বিধায়কদের রণংদেহি মেজাজ উধাও। গলার সুর নরম। শরীরি ভাষায় সেই উত্তেজনা নেই। হঠাৎ বিধায়কদের ভোলবদল কেন? দেখা গেল, হিমাচল বিধানসভা থেকে বিধায়কদের প্রতিনিধিদল এসেছে। রাজ্য বিধানসভার কাজকর্ম খতিয়ে দেখতে তাদের আগমন। এমন ঘটনা নতুন নয়। বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিদল অন্যান্য বিধানসভাগুলিতে মাঝে মধ্যেই যায়। অন্য রাজ্যের বিধানসভাগুলির কাজের পরিচালনপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেয়। সেইরকমই হিমাচল থেকে বিধায়কদের প্রতিনিধিদল এদিন বাংলার বিধানসভায় আসে।
প্রতিনিধিদলকে দেখে বিধায়করা তাই 'সুবোধ বালক' হয়ে ওঠেন। দেখে কে বলবে, একটু আগেই কাটমানি বিতর্কে একে অপরের দিকে তেড়ে যাচ্ছিলেন শাসক-বিরোধী বিধায়করা। অচিরেই বদলে গেল আলোচনার 'টপিক'। কাটমানির জায়গা নিল ভ্রমণ। দিনকয়েকের জন্য হাওয়া বদল করে এলে মন্দ কী? সেই ভাবনা থেকে ডান-বাম প্রায় সব শিবিরের বিধায়করা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার 'আবদার' করতে থাকেন। কক্ষের ভিতর সবাই নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনায় মশগুল।
বেশিক্ষণ চুপ করে থাকতে না পেরে কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক বলেই ওঠেন, ''ওনারা এসেছেন আমাদের রাজ্যে। আমাদেরও অন্য রাজ্যে নিয়ে যান।'' প্রতিমাদেবীর কথা শুনে মনে জোর পান তৃণমূল বিধায়ক জিতেন তিওয়ারি। এককদম এগিয়ে তিনি কাশ্মীর নিয়ে যাওয়ার 'বায়না' করেন। যা শুনে আড়ালে কারোর কারোর সরস মন্তব্য, আসানসোলে তো খুব গরম। তাই বোধহয় জিতেন তিওয়ারি ভূস্বর্গে বেড়াতে যেতে যান।
বিধানসভার শুরুটা রোজকার মতো হলেও কিছুক্ষণের মধ্যেই বদলে গেল ছবিটা। বিধায়কদের রণংদেহি মেজাজ উধাও। গলার সুর নরম। শরীরি ভাষায় সেই উত্তেজনা নেই। হঠাৎ বিধায়কদের ভোলবদল কেন? দেখা গেল, হিমাচল বিধানসভা থেকে বিধায়কদের প্রতিনিধিদল এসেছে। রাজ্য বিধানসভার কাজকর্ম খতিয়ে দেখতে তাদের আগমন। এমন ঘটনা নতুন নয়। বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিদল অন্যান্য বিধানসভাগুলিতে মাঝে মধ্যেই যায়। অন্য রাজ্যের বিধানসভাগুলির কাজের পরিচালনপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেয়। সেইরকমই হিমাচল থেকে বিধায়কদের প্রতিনিধিদল এদিন বাংলার বিধানসভায় আসে।
প্রতিনিধিদলকে দেখে বিধায়করা তাই 'সুবোধ বালক' হয়ে ওঠেন। দেখে কে বলবে, একটু আগেই কাটমানি বিতর্কে একে অপরের দিকে তেড়ে যাচ্ছিলেন শাসক-বিরোধী বিধায়করা। অচিরেই বদলে গেল আলোচনার 'টপিক'। কাটমানির জায়গা নিল ভ্রমণ। দিনকয়েকের জন্য হাওয়া বদল করে এলে মন্দ কী? সেই ভাবনা থেকে ডান-বাম প্রায় সব শিবিরের বিধায়করা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার 'আবদার' করতে থাকেন। কক্ষের ভিতর সবাই নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনায় মশগুল।
বেশিক্ষণ চুপ করে থাকতে না পেরে কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক বলেই ওঠেন, ''ওনারা এসেছেন আমাদের রাজ্যে। আমাদেরও অন্য রাজ্যে নিয়ে যান।'' প্রতিমাদেবীর কথা শুনে মনে জোর পান তৃণমূল বিধায়ক জিতেন তিওয়ারি। এককদম এগিয়ে তিনি কাশ্মীর নিয়ে যাওয়ার 'বায়না' করেন। যা শুনে আড়ালে কারোর কারোর সরস মন্তব্য, আসানসোলে তো খুব গরম। তাই বোধহয় জিতেন তিওয়ারি ভূস্বর্গে বেড়াতে যেতে যান।
More News:
16th December 2019
অশান্তি থামাতে জেলায় বাড়তি পুলিশ বাহিনী পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
Leave A Comment