এই মুহূর্তে




সামনে মহাবিপদ, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধিঃ সামনে দুর্গাপুজো। আর এই সময় বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা করলেন এক আবহাওয়াবিদ। সম্প্রতি  কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ একটি মডেল প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় হতে পারে।

 রবিবার এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোস্তফা কামাল পলাশ জানান, ‘অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।‘  তবে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক এক আবহাওয়া পূর্বাভাস মডেল থেকেই এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় প্রসঙ্গে  আবহাওয়া ও জলবায়ু গবেষক আরও জানান, ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এবং ২০২৩ সালে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘হামুন’ সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে। তাই প্রাথমিকভাবে মনে করা  হচ্ছে, চলতি বছর অক্টোবর মাসে ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কিনা, সেটি নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদ। বলা বাহুল্য, বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এসব ঘূর্ণিঝড় বাংলাদেশ, মিয়ানমার ও ভারত উপকূলসহ ১৩টি দেশের উপকূলে আঘাত হানে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ‘রিমল’।  সেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে। তাই   দুর্গাপুজো শেষ হতেই কী  ফের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ