এই মুহূর্তে




ইস্তফা না দিয়েই ‘বেপাত্তা’ স্বপন সাহা, বোনাস-বেতন বিভ্রাট মাল পুরসভায়

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: দল তাঁকে বহিষ্কার করে দিয়েছে। তিনি নিজেও জানিয়েছিলেন তিনি পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেবেন। কিন্তু সেই ইস্তফা তিনি এখনও দেননি। বরঞ্চ তাঁর গ্রেফতার হওয়ার সম্ভাবনা তৈরি হতেই রীতিমত ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন। আর তাঁর এহেন পদক্ষেপের জেরে আটকে গিয়েছে পুরসভার কর্মীদের বোনাস এবং অস্থায়ী কর্মীদের বেতন। নজরে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) মাল পুরসভার(Mal Municipality) চেয়ারম্যান স্বপন সাহা(Swapan Saha)। সূত্রের খবর, বৃহস্পতিবারই কলকাতায় চলে এসেছেন স্বপনবাবু। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যদিও সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল থেকে সাসপেন্ড করার পর এখনও মাল পুরসভার চেয়ারম্যান পদে ইস্তফা দেননি স্বপনবাবু। এদিকে এলাকাতেও নেই তিনি। এই অবস্থায় মাল পুরসভার কর্মীদের পুজোর বোনাস এবং অস্থায়ী কর্মীদের আগষ্টের বেতন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে কী করা হবে তা ঠিক করতে এদিন অর্থাৎ শুক্রবার দুপুরে পুরসভার আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে বিশেষ বৈঠকে বসছেন ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। অন্যদিকে, আদালতের নির্দেশে ঠিকাদারের বকেয়া বিল মেটানোর তারিখ চলে গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। ঠিকাদার এসে বসে থাকলেও তাঁকে বকেয়া বিল মেটাতে পারেনি মাল পুরসভা। ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, ৪৫ লক্ষ টাকার বিল মেটাতে হবে। পুরসভার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। সেই কারণে ওই ঠিকাদারের কাছে সময় চাওয়া হয়েছে।

এদিকে, ঠিকাদারের আইনজীবী সুমন শিকদার জানিয়েছেন, আদালতের নির্দেশ সত্ত্বেও সময়ে বিল মেটাতে পারেনি পুরসভা। বিষয়টি আজ, শুক্রবার ফের আদালতকে জানানো হচ্ছে। তবে স্বপনবাবুর ঘনিষ্ঠ বৃত্তের সূত্রে জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি। যদি একান্তভাবেই দেখা করা সম্ভব না হয় তাহলে সোমবারের মধ্যে তিনি ইস্তফা দিয়ে দেবেন মাল পুরসভা থেকে। ঘটনাচক্রে মাল পুরসভা এলাকায়া সরকারি জমি বিক্রি করে দেওয়ার একটি নয়া দুর্নীতি সামনে এসেছে। অভিযোগ সেই দুর্নীতির মাথা স্বপনবাবুই। একেবারে শহরের বুকে জেলা পরিষদের জমি দখল করে তা প্লট করে লাখ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। শুধু জলপাইগুড়ি জেলা পরিষদের জমি নয়, মাল নদীর ধারে বিসর্জন ঘাটের পাশে খাসজমিও বিক্রি হয়ে গিয়েছে মোটা টাকায়। 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়ির দিঘির পাড়ে ঠাকুর – চাকরদের ঘরগুলি জঙ্গলে পরিণত হয়েছে

দুর্গাপুজোর আগে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ঘনিয়ে আসছে দুর্যোগ, পুজোয় ভাসবে কলকাতা

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল,ভারী যান চলাচল বন্ধ

মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে এবার বাজিমাত করবে জীবন্ত দুর্গা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর