এই মুহূর্তে




দিনহাটায় রথের চূড়া ভেঙে পড়ে আহত দুই দর্শনার্থী




নিজস্ব প্রতিনিধি, দিনহাটা: উল্টো রথে বড় বিপত্তি হল কোচবিহার জেলার দিনহাটায়। রথের চূড়া ভেঙে পড়ল। আর তাতে আহত হলেন দুজন দর্শনার্থী। দিনহাটায়(Dinhata) উল্টো রথযাত্রায় রথ বেরিয়েছিল শনিবার বিকেলে। বড় আটিয়াবাড়ী থেকে দিনহাটা বড় নাচিনা বাঁশতলা এলাকার দিকে এগোচ্ছিল রথটি। রাস্তার দুপাশে প্রচুর দর্শনার্থী ভিড় হয়েছিল।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রথটি যখন বড় নাচিনা বাঁশ তলা এলাকার কাছাকাছি এসে যায় সেই সময় হঠাৎ রথের চূড়া ভেঙে(Chariot Breaks) পড়ে। রাস্তার উপরে কেবেল তার রথের চূড়ার ওপর আটকে যায়। রথের টানে সেই চূড়া ভেঙে দর্শনার্থীদের মাথার উপর পড়ে। এই ঘটনায় দুজন দর্শনার্থী মাথায় গুরুতর আঘাত পান। তাদের নাম ভারতী বর্মন ও দুলাল আর্য। আহতদের দিনহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা রওনা দিয়েছেন।এবারের রথযাত্রার দিন হুগলি জেলাতে রথের চূড়া ভেঙে দুর্ঘটনা ঘটেছিল। পি এন মুখার্জি রোড ধরে কালীপুরের দিকে যাওয়ার সময় ডানকুনি পুরসভার কাছে রথের চূড়া ভেঙে পড়েছিল। তাতে তিনজন দর্শনার্থী আহত হয়েছিলেন।

তার মধ্যে একজনের পরেই হাসপাতালে মৃত্যু হয়। দিনহাটাতেও উল্টো রথের দিন একই ধরনের দুর্ঘটনা ঘটল।কি করে এই দুর্ঘটনা ঘটলো তা জানতে দিনহাটার পুলিশ তদন্ত করবে বলে জানা গিয়েছে। রথের ভেঙে যাওয়া চূড়ার অংশটি সংগ্রহ করে থমকে যাওয়ার রথযাত্রা ফের শুরু হয়। যে রাস্তা দিয়ে এই রথযাচ্ছিল সেই রাস্তায় কেবলের তার আটকে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। এদিকে শনিবার সন্ধ্যেবেলা আঁধার নেমে আসায় চূড়া কেবেলের তার আটকে গেছে তা ঠিকমতো দেখতে পাননি। ওই রথের উদ্যোক্তারা। ফলে এই দুর্ঘটনা ঘটে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যবসায়ীকে উপদেশ দিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে পালাল পোশাক পরা ‘পুলিশ’

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদা সহ ৪ কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে

ভরা দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মামা – ভাগ্নের

বাঁকুড়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করায় নাবালক ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন সাজা প্রাক্তন সেনা কর্মীর

পরিযায়ী শ্রমিকদের হয়ে মুখ খুললেন কোচবিহারের তৃণমূল মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ