এই মুহূর্তে




গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস




নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত আব্দুল মান্নানকে(Abdul Manna) ৬ বছরের জন্য সাসপেন্ড করল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। বুধবার কোচবিহার জেলার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আব্দুল মান্নান দিনহাটা-১ ব্লকের আটিয়াবাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ছিলেন। সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতাকে বুধবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত । এই বিষয়ে দিনহাটা মহকুমা আদালতের সরকারী আইনজীবী শুভব্রত বর্মন বলেন, এদিন আব্দুল মান্নান এর জামিন এর আবেদন নাকচ করে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,দিনহাটাতে(Dinhata) এক মহিলাকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নেন অভিযুক্ত তৃণমূল নেতা আব্দুল মান্নান। দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চায় নির্যাতিতার পরিবার। এরপর নানার টালবাহানার পড় গত ১৪ই মার্চ নির্যাতিতা মহিলাকে ইন্টারভিউ(Interview) এর নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দিনহাটার একটি ফাঁকা বাড়িতে ধর্ষণ করে অভিযুক্ত আব্দুল মান্নান। এরপর মহিলার নগ্ন ছবি ও ভিডিও নিজের মোবাইলে রেকর্ড করে ।এরপর ওই মহিলাকে হুমকি দেওয়া হয় এরপরেও যদি টাকা চাওয়া হয় তাহলে এই ছবি এবং ভিডিও তার স্বামীকে পাঠানো হবে এবং সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল করা হবে। এরপর ওই মহিলাকে মদ্যপান করার জন্য জোর করা হয়। মহিলা রাজি না হওয়ায় বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ করে নির্যাতিতা মহিলা।

এরপর সোমবার রাতে নির্যাতিতা মহিলা বাবাকে সঙ্গে নিয়ে দিনহাটা মহিলা থানায় আটিয়াবাড়ী ২ নং অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল মান্নানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সোমবার রাতেই আব্দুল মান্নানকে গ্রেফতার করে দিনহাটা থানার(Dinhata P.S.) পুলিশ। কিন্তু রাতেই থানা থেকে পালিয়ে যায় আব্দুল মান্নান। অবশেষে মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করে আব্দুল মান্নান। পুলিশ সূত্রে জানা যায় লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করে। বুধবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে পেশ করে পুলিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভরদুপুরে রাস্তার মাঝে গুলিবিদ্ধ ব্যবসায়ী, মৃত্যু ঘিরে চাঞ্চল্য রামপুরহাটে

কুকুরের চিৎকারে প্রাণরক্ষা একরত্তির, জমিদারবাড়ির বাগানে সদ্যোজাত উদ্ধারে চাঞ্চল্য

জাফরাবাদের বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১, ধৃত বেড়ে ৫

তিস্তার ঘোলা জলে সঙ্কটে শিলিগুড়িবাসী, প্রকল্পে ক্ষতির সম্ভাবনা

লাল কালিতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে শোরগোল বাঁকুড়ায়, তদন্তে নেমেছে পুলিশ

শালবনিতে রেলগেটে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের, গুরুতর জখম ১৫

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর