নিজস্ব প্রতিনিধি: রবিবার সন্ধ্যার দিকে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই অন্ধ্রপ্রদেসের ওপর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। ইতিমধ্যেই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ‘গুলাব’ গভীর নিম্নচাপের রুপ নিয়েছে। আর সেই নিম্নচাপের জেরেই সোমবার বিকেল থেকে বঙ্গে ফের ব্যাটিং শুরু করবে বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী, রবিবার মধ্যরাত আড়াইটের দিকে ঘূর্ণিঝড় ‘গুলাব’ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপের রুপ নিয়েছে। বর্তমানে এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আর মূলত সেই কারণেই ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলায়। এই নিম্নচাপের কারণে মূলত বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। সোমবার বিকেল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী বুধ এবং বৃহস্পতিবার এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার সারাদিন ধরে ঝোড়ো হাওয়া বিতে পারে, এমনটাই মত আবহাওয়া দফতরের আধিকারিকদের।
তবে আপাতত সপ্তাহের প্রথম দিনে কলকাতার আকাশ পরিষ্কার। মিলেছে রোদের দেখাও। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ। সোমবার সকালে কলকাতার আকাশ মেঘমুক্ত থাকলেও এদিন দুপুরের পর থেকে কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।