এই মুহূর্তে




SIR’র কাজ খতিয়ে দেখতে শিলিগুড়িতে পৌঁছলেন নির্বাচন কমিশনের ৩ কর্তা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:উত্তরবঙ্গ সফরে নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল।ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া পর্যালোচনায় জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহার যাবেন নির্বাচন কমিশনের তিন কর্তা ।সোমবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দরে(Bagdogra Airport) পৌঁছান ভারতের নির্বাচন কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভরতি।তাঁর সঙ্গে রয়েছেন ডেপুটি সেক্রেটারি (Deputy Secretary)অভিনব আগরওয়াল এবং প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. জোশি।সূত্র অনুযায়ী,আগামী কয়েকদিনের মধ্যে তারা উত্তরবঙ্গের তিন জেলা-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সফর করবেন।

সেখানে জেলার নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে চলমান নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করবেন। বৃহস্পতিবার এই প্রতিনিধি দল যাবে আলিপুরদুয়ারে(Alipurduar)। সেখানে তারা সীমান্ত এলাকায় ঘুরে দেখবেন। এস আই আর এর কাজকর্ম খতিয়ে দেখবেন নিখুঁতভাবে। বি এলও ঠিকমত কাজ করছে কিনা, কোথাও তাদের কাজে কোন সমস্যা হচ্ছে কিনা সব খতিয়ে দেখবে প্রতিনিধি দলের তিন সদস্য। আগামী মাসের ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বি এল ও রা।

প্রযুক্তিগত সমস্যা মিটে গেলে রাজ্যের বাইরে থেকে ভোটাররা অনলাইনে ফর্ম ভরতে পারবেন। খসড়া ভোটার তালিকায় এরপর প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। সেই ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানো যাবে নয় ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ সোনা এবং নথিপত্র নতুন ভাবে যে জমা দেবে তা খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ