দিলীপের গাড়িতে হামলার ঘটনায় রিপোর্ট তলব কমিশনের! গ্রেফতার ১৬
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপর গতকাল কোচবিহার জেলার শীতলকুচিতে ঘটেছিল হামলার ঘটনা। সভা ছেড়ে বার হওয়ার মুখেই তাঁর কনভয় লক্ষ্য করে শুরু হ্যেছিল বোমাবাজি। এই প্রসঙ্গে খোদ দিলীপবাবু অভিযোগ করে জানিয়েছিলেন, যে মাঠে তাঁর সভা হয়েছিল, সেখানেই আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তাঁর গাড়িতেও নাকি দুটি বোমা পড়ে। আধলা ইট মেরে তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। তাঁর নিজের গায়েও নাকি ইটের আঘাত লাগে। তাঁর কনভয়ে থাকা অন্য গাড়িতেও নাকি বোমা পড়েছে বলে দাবি করেন দিলীপবাবু। সেই ঘটনার জেরে এদিন সকাল থেকেই থমথমে রয়েছে শীতলকুচি এলাকা। কারন রাতভর সেখানে চলেছে পুলিশি অভিযান। গ্রেফতার হয়েছেন ১৬জন তৃণমূল কর্মী ও সমর্থক। একই সঙ্গে নির্বাচন কমিশনও এই ঘটনায় রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসনের কাছ থেকে।
দিলীপবাবুর ওপর হামলার ঘটনার জেরে গতকাল রাতেই কলকাতায় নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে ধর্না দেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও তাঁর অনুগামীরা। তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিও জানান। এদিন সকালে জানা গিয়েছে যে, বুধবার রাতভর শীতলকুচি বাজার এলাকায় বোমাবাজি করা হয়। বিজেপি ও তৃণমূল উভয় দলের কর্মীরাই অভিযোগ করেছেন রাতে তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবিষয়ে কোচবিহারের এসপি দেবাশিস ধর জানিয়েছেন, ‘গতকাল প্রায় ১৫০ জন ঘটনাস্থলে ছিল। রাতভর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার কারণেই ভোটে শুধু কোচবিহারেই ১৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। থাকবে ৬ হাজার রাজ্যপুলিশও।’ পাশাপাশি কমিশন জেলা প্রশাসনের কাছ থেকে যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তাও এদিন বিকালের মধ্যেই জমা পড়ে যাবে বলে জানা গিয়েছে।
দিলীপবাবুর ওপর হামলার ঘটনার জেরে গতকাল রাতেই কলকাতায় নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে ধর্না দেন বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ ও তাঁর অনুগামীরা। তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি অভিযুক্তদের শাস্তির দাবিও জানান। এদিন সকালে জানা গিয়েছে যে, বুধবার রাতভর শীতলকুচি বাজার এলাকায় বোমাবাজি করা হয়। বিজেপি ও তৃণমূল উভয় দলের কর্মীরাই অভিযোগ করেছেন রাতে তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবিষয়ে কোচবিহারের এসপি দেবাশিস ধর জানিয়েছেন, ‘গতকাল প্রায় ১৫০ জন ঘটনাস্থলে ছিল। রাতভর এলাকায় তল্লাশি চালানো হয়েছে। ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার কারণেই ভোটে শুধু কোচবিহারেই ১৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। থাকবে ৬ হাজার রাজ্যপুলিশও।’ পাশাপাশি কমিশন জেলা প্রশাসনের কাছ থেকে যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তাও এদিন বিকালের মধ্যেই জমা পড়ে যাবে বলে জানা গিয়েছে।
More News:
19th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
Leave A Comment