এই মুহূর্তে




স্বপনকে ছাড়াই মাল পুরসভায় জরুরী বৈঠক, সিদ্ধান্ত বোনাস ও বেতন প্রদানের

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) মাল পুরসভা(Mal Municipality) ঘিরে এখন বেশ হইচই চলছের রাজ্যজুড়ে। কেননা এই পুরসভার পুরপ্রধান স্বপন সাহাকে(Swapan Saha) দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। সেই সিদ্ধান্তের পিছনে কাজ করেছে স্বপনের বিরুদ্ধে ওঠা ১২০ কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগ। যদিও স্বপন এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি দিন দুই আগেই পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালেও, এখনই সেই পদ থেকে ইস্তফা দেননি। তবে এখন তিনি ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন। যদিও তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, তিনি কলকাতায় আছেন। স্বপনের অনুপস্থিতিতে মাল পুরসভায় কর্মীদের বেতন ও বোনাস(Salary and Bonus) আটকে গিয়েছে। সেই সমস্যার সমাধান করতে এদিন স্বপনকে ছাড়াই কাউন্সিলরদের বৈঠক ডাকেন পুরসভার উপপুরপ্রধান উৎপল ভাদুড়ি(Utpal Bhaduri)। সেখানেই কর্মীদের বেতন ও বোনাস প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, রানাঘাটে ১১২ ফুট দুর্গা পুজোর অনুমতি ফেরালেন নদিয়ার জেলাশাসক

জানা গিয়েছে, মাল পুরসভার প্রায় ২০০ অস্থায়ী কর্মীর দু’মাসের বেতন বাকি রয়েছে। বকেয়া সেই বেতনের পরিমাণ কয়েক লক্ষ টাকা। বাকি রয়েছে কর্মীদের বোনাস দেওয়াও। এই অবস্থায় স্বপন সাহা গা ঢাকা দেওয়ায় পুরকর্মীরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। পরিস্থিতি আঁচ করে এদিনই তড়িঘড়ি করে বৈঠক ডাকেন উপপুরপ্রধান উৎপল ভাদুড়ি। সেই বৈঠকে স্বপন সাহা ও একজন কাউন্সিলর ছাড়া সকলেই উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অস্থায়ী কর্মীদের আপাতত একমাসের বেতন দেওয়া হবে। হবে পুজোর বোনাসও। বকেয়া বাকি একমাসের বেতন মেটানোর চেষ্টা হবে কালীপুজোর আগে। একই সঙ্গে এদিন সকাল থেকেই বকেয়া টাকার জন্য পুরসভায় এসে সকাল থেকেই চাপ দিতে শুরু করেছেন ঠিকাদাররা। এই অবস্থায় বোনাস ও বকেয়া বেতনের টাকার পাশাপাশি ঠিকাদারদের টাকা কীভাবে মেটানো হবে সেটা নিয়েই চিন্তায় পড়েছে মাল পুরসভা কর্তৃপক্ষ।

আরও পড়ুন, ‘রক্তের সম্পর্ক আছে এমন কারও সঙ্গে সম্পর্ক রাখতে চাইছি না’, বড় সিদ্ধান্ত কেষ্ট’র

টাকা জোগাড় করার জন্য এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শহরে যাদের কর এবং দোকান ভাড়া বাকি রয়েছে তাঁদের নোটিস দেওয়া হবে। ফোন করেও অনেককে ভাড়া মেটাতে বলা হচ্ছে। তবে পুজোর আগে রাস্তাঘাট সংস্কার হবে কি না সন্দেহ। এদিকে জানা গিয়েছে, কলকাতায় এসে স্বপনবাবু নাকি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যদিও সেই চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা বেশ কম বলেই মনে করা হচ্ছে। স্বপনবাবুর ঘনিষ্ঠ বৃত্তের সূত্রে জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি। যদি একান্তভাবেই দেখা করা সম্ভব না হয় তাহলে সোমবারের মধ্যে তিনি ইস্তফা দিয়ে দেবেন মাল পুরসভা থেকে। স্বপনবাবু ইস্তফা দিতে মাল পুরসভার নতুন চেয়ারম্যান কে হবেন তা নিয়ে অবশ্য তৃণমূলের তরফে এখনও সেভাবে কিছু জানানো হয়নি। তবে পাল্লা ভারী উৎপল ভাদুড়িরই। উল্লেখ্য, ১৫টি ওয়ার্ড বিশিষ্ট মাল পুরসভায় তৃণমূলের কাউন্সিলর রয়েছেন ১৪জন। মাত্র ১জন কাউন্সিলর আছে বিজেপি। স্বপনবাবু চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেও তাই উৎপলবাবুর চেয়ারম্যান হওয়া সমস্যা হবে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চতুর্থীতে অসুর হয়ে হাজির হচ্ছে বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

বারাসতের দক্ষিণপাড়ায় ৪৫৪ বছরের শিবের কোঠার দুর্গাপুজো সংকল্পিত হয় যোধাবাঈয়ের নামে

চাহিদা তুঙ্গে, বর্ধমান থেকে মালয়েশিয়ায় গেল জামদানি

মাত্র ৯৯৯ টাকা ! পুজোয় ঘুরে আসুন ডুয়ার্স থেকে, মিলবে একাধিক সুবিধা

বন্ধ বেলুড় মঠ জেটি ঘাট, একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে লঞ্চ কর্মীরা

কেঁচো খুড়তে কেউটে! অপহরণ মামলার তদন্তে নেমে কোটি কোটি প্রতারণা চক্রের হদিশ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর