এই মুহূর্তে




আসানসোলে ৯০ লক্ষ টাকার জাল লটারি টিকিট বাজেয়াপ্ত, ধৃত ২




নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলে ৯০ লক্ষ টাকার জাল লটারি টিকিট বাজেয়াপ্ত, গ্রেফতার দুই। আসানসোল থেকে বেরোনোর সময়ে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণে জাল লটারির টিকিট বোঝাই একটি অটোরিক্সা। সূত্র অনুযায়ী, রবিবার (২১ জুলাই) রাতে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি মোড়ের কাছে নাকা চেকিংয়ে এই অটোরিক্সাটিকে আটক করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অটো চালক সহ দু’জনকে। আর উদ্ধার করা হয়েছে, ৯ টি বস্তায় জাল ৯ লক্ষ লটারির টিকিট। এই লটারি টিকিটের বাজার দর ৯০ লক্ষ টাকার মতো বলে রবিবার রাতে জানিয়েছেন আসানসোলের দূর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর। ধৃতদের নাম চন্দন সাউ ও রাজন রজক।

তাদেরকে আজ সোমবার আসানসোল আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এসিপি (সেন্ট্রাল) আরও বলেন, “রবিবার সন্ধ্যের পরে আমরা গোপন সূত্রে খবর পাই যে, একটি অটোরিক্সা করে জাল লটারির টিকিট আসানসোল স্টেশন থেকে বেরিয়ে শহরের বাইরে কোথাও যাচ্ছিল। সেই মতো আসানসোল দক্ষিণ থানা ও আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ির পুলিশ ১৯ নং জাতীয় সড়কে কালিপাহাড়ি মোড়ে নাকা চেকিং শুরু করে। সেখানে তল্লাশি করার সময় সন্দেহবশত আটক করা হয় একটি অটোরিক্সাকে। চালক ও তার সঙ্গে থাকা একজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কিন্তু বলেনি। এরপর তল্লাশি করতে গিয়ে অটোতে ৯ টি বস্তাতে পাওয়া যায় ভিন রাজ্য একটি বেসরকারি কোম্পানির ৯ লক্ষের মতো জাল লটারি টিকিট। যার বাজার দর ৯০ লক্ষ টাকার মতো।” অটো সহ লটারি টিকিট বাজেয়াপ্ত করার পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, “ধৃতদেরকে প্রাথমিক জেরায় আমরা জানতে পারি যে, এই টিকিট ট্রেনে করে আসানসোল স্টেশনে আসে। তারপর সেগুলোকে এই অটো করে পান্ডবেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর পেছনে বড় কোন চক্র রয়েছে। কেননা এতো পরিমাণে জাল টিকিট ছাপানো, তারপরে তা ট্রান্সপোর্টিং করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। এর পেছনে একাধিক লোক থাকতে পারে। তারা কারা তা জানতে, ধৃতদেরকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। প্রসঙ্গত, জাল লটারির কারবারিরা অনেকদিন ধরেই সক্রিয় রয়েছে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে।একটি নামী কোম্পানির লটারি’র আড়ালেই রমরমিয়ে চলছে সেই কারবার। ঐ লটারির সঙ্গে একই টেবিলে ছড়িয়ে রেখে ভিন রাজ্যেট জাল লটারির টিকিট বিক্রি করা হয়। এই কারবার বন্ধ করে নানা জায়গায় অভিযান চালানো হয়েছে। গ্রেফতারও হয়েছে বেশ কয়েক জনকে । বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর লটারির টিকিটও। তারপরেও আটকানো যায়নি জাল লটারি টিকিটের কারবার।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লক্ষ্মী পুজোয় শব্দ বাজি ফাটানো নিষিদ্ধ বলে প্রচার শুরু পুলিশের

শিলিগুড়িতে চিকিৎসক ও ঔষধ না পেয়ে ভাঙচুর সুপার অফিস,আটক ৩

ঝাড়গ্রামের ডুলুং নদী থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

ধর্ষণের ঘটনায় আদালতে নাবালিকার জবানবন্দি দেওয়াতে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পুলিশ

মেদিনীপুর-সহ রাজ্যের ৬ বিধানসভা আসনের উপনির্বাচন কবে, জানাল নির্বাচন কমিশন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর