এই মুহূর্তে




ঝড়-বৃষ্টিতে রেজিনগরে লালগোলা প্যাসেঞ্জারের প্যান্টোগ্রাফে আগুন, আতঙ্কে ঝাঁপ মহিলা যাত্রীদের




নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: বুধবার রাতে তুমুল ঝড়-বৃষ্টিতে গাছের ডাল ভেঙে প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে মহিলা কামরার উপরে পড়লে শর্ট-সার্কিটের ফলে দাউদাউ করে আগুন(Fire) জ্বলতে থাকে। ট্রেন দাঁড়িয়ে যায়। আতঙ্কিত বেশ কয়েক জন মহিলা যাত্রী প্রাণ ভয়ে কামরা থেকে লাফ দিয়ে নামতে গিয়ে অল্পবিস্তর জখম হন। বুধবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব রেলের শিয়ালদহ শাখার শিয়ালদহ-লালগোলা রুটে লালগোলাগামী লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জারে। ওই ট্রেনের যাত্রী বেলডাঙার(Beldanga) বাসিন্দা ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘রেজিনগর স্টেশন ছেড়ে বেলডাঙা স্টেশনে ঢোকার আগে জানপুর এলাকায় ১০৫ নম্বর রেলগেটের কাছে ওই বিপত্তি ঘটে।’ নতুন ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে নিয়ে না যাওয়া পর্যন্ত লালগোলা প্যাসেঞ্জার ট্রেন(Lalgola Passenger Train) ওখানেই দাঁড়িয়ে ছিল। ফলে ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ থাকে দীর্ঘক্ষন। খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি। দীর্ঘক্ষণ পর রাতের দিকে ওই শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়।

বুধবার রাত দশটার পর থেকে কলকাতা শহরে ঝড় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী অবশেষে বৃষ্টির জলে ভিজল মহানগরী কলকাতা। এদিন আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়,বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যেটি পঞ্জাব ,হরিয়ানা, উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলির ওপর দিয়ে রয়েছে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আরো একটু এগিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান । তিনি বলেন, আগামী ২৬ থেকে ২৭ মে-র মধ্যে ঢুকে পড়বে কেরলে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাত জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। বৃহস্পতিবার ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান ,বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা।কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড়- বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।শুক্রবারে ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি হবে। ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ,কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সহ উত্তরবঙ্গের আট জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে।আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে। শুক্রবার ঝড় – বৃষ্টি সব জেলাতেই হবে। শনিবার দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন এলাকায় ঝড় – বৃষ্টির সম্ভাবনা বেশি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ