ডিম-ভাতের পাল্টা মাছ-ভাত, বাঙালির মন পেতে নতুন কৌশল বিজেপির
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ২১-এর নির্বাচনের আগে বাঙালি আবেগকে ধরতে নতুন উদ্যোগ বিজেপির। মাছে-ভাতে বাঙালির জন্য বিনি পয়সায় নতুন প্রকল্প আনল রাজ্য বিজেপি। গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'মা' প্রকল্পের উদ্বোধন করেন। মাত্র পাঁচ টাকায় ডিম-ভাত, ডাল ও একটি সবজির মাধ্যমে ভরপেট খাওয়ারের আয়োজন থাকছে এই ক্যান্টিনে। আপাতত কলকাতার সমস্ত ওয়ার্ডে ধাপে ধাপে চালু হচ্ছে এই ক্যান্টিন। তারই পাল্টা বাঙালি আবেগকে কাজে লাগিয়ে 'মাছে ভাতে বাঙালি' নামক প্রকল্প চালু করল বিজেপি।
আরও পড়ুন মার্চেই কি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা? প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা
সোমবার পূর্ব মেদিনীপুরের এগরায় এই প্রকল্পের উদ্বোধন করে জনসংযোগের নতুন রাস্তা খুলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী যখন মাত্র পাঁচ টাকায় 'ডিম-ভাত' দিয়ে জনতার দরবারে এনেছেন 'মা' ক্যান্টিন। ঠিক তখনই পাল্টা চালে জেলার মানুষদের দরবারে যেতে বিনা পয়সায় 'মাছ- ভাত, আলুভাজা,চাটনি তুলে দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, এগরার পানিপারুলের নেতৃত্বের তরফে এইভাবে আগামী কয়েকমাস বিনা পয়সায় মাছ-ভাত খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগরাতেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই পরিষেবা দেওয়া হবে।
আরও পড়ুন প্রধানমন্ত্রীর ঘোষণার জেরে প্রশ্ন বাংলাজুড়ে
মূলত শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের উদ্যোগেই এই আয়োজন বলে জানা গিয়েছে। এগরা জুড়ে এই উদ্যোগে মূল হোতা হলেন কনিষ্ক পাণ্ডা ও বিদেশ পাত্র। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে বিদেশ পাত্র জানিয়েছেন, 'দিদি পাঁচ টাকায় ডিম-ভাত খাওয়াচ্ছে, আর আমরা কোনও পয়সা না নিয়েই সাধারণ মানুষকে মাছ-ভাত খাওয়াবো। বাঙালি আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মাছ-ভাত। তাই এগরার বিভিন্ন এলাকায় এই পরিষেবা চলছে কিছুদিন।'
আরও পড়ুন কুরুচিকর মন্তব্য স্বস্তিকার ছবিতে, পাল্টা দিলেন নেটিজেনরাই
যদিও শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতাদের এই উদ্যোগকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রকল্পের অনুকরণ আগেও করেছে বঙ্গ বিজেপি। এবার মানুষকে খাওয়ানোর ব্যাপারেই সেই তৃণমূলের প্রকল্পের অনুকরণ করছে এতে কিছুই লাভ হবে না।
আরও পড়ুন ‘আমার সময় শেষ’, ভাষণ শেষেই মঞ্চে লুটিয়ে পড়লেন কৃষক নেতা
কনিষ্ক পাণ্ডা জানিয়েছেন, 'এটা আমাদের সারাবছরের কর্মসূচী। আর মুখ্যমন্ত্রীর পাঁচ টাকায় ডিম-ভাত কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে।' তবে যাই হোক রাজ্য রাজনীতিতে ভোট যতই এগিয়ে আসছে আমজনতার মন পেতে শাসক-বিরোধীদের মন পেতে নানান প্রকল্পে লাভ হচ্ছে বঙ্গ বাসীর, সেটা বলাই যায়।
আরও পড়ুন ইডি কোনও নোটিস দেয়নি, মিথ্যা প্রচার করা হচ্ছে: ফিরহাদ
আরও পড়ুন মার্চেই কি বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা? প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা
সোমবার পূর্ব মেদিনীপুরের এগরায় এই প্রকল্পের উদ্বোধন করে জনসংযোগের নতুন রাস্তা খুলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী যখন মাত্র পাঁচ টাকায় 'ডিম-ভাত' দিয়ে জনতার দরবারে এনেছেন 'মা' ক্যান্টিন। ঠিক তখনই পাল্টা চালে জেলার মানুষদের দরবারে যেতে বিনা পয়সায় 'মাছ- ভাত, আলুভাজা,চাটনি তুলে দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, এগরার পানিপারুলের নেতৃত্বের তরফে এইভাবে আগামী কয়েকমাস বিনা পয়সায় মাছ-ভাত খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এগরাতেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই পরিষেবা দেওয়া হবে।
আরও পড়ুন প্রধানমন্ত্রীর ঘোষণার জেরে প্রশ্ন বাংলাজুড়ে
মূলত শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের উদ্যোগেই এই আয়োজন বলে জানা গিয়েছে। এগরা জুড়ে এই উদ্যোগে মূল হোতা হলেন কনিষ্ক পাণ্ডা ও বিদেশ পাত্র। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে বিদেশ পাত্র জানিয়েছেন, 'দিদি পাঁচ টাকায় ডিম-ভাত খাওয়াচ্ছে, আর আমরা কোনও পয়সা না নিয়েই সাধারণ মানুষকে মাছ-ভাত খাওয়াবো। বাঙালি আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মাছ-ভাত। তাই এগরার বিভিন্ন এলাকায় এই পরিষেবা চলছে কিছুদিন।'
আরও পড়ুন কুরুচিকর মন্তব্য স্বস্তিকার ছবিতে, পাল্টা দিলেন নেটিজেনরাই
যদিও শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতাদের এই উদ্যোগকে কটাক্ষ করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রকল্পের অনুকরণ আগেও করেছে বঙ্গ বিজেপি। এবার মানুষকে খাওয়ানোর ব্যাপারেই সেই তৃণমূলের প্রকল্পের অনুকরণ করছে এতে কিছুই লাভ হবে না।
আরও পড়ুন ‘আমার সময় শেষ’, ভাষণ শেষেই মঞ্চে লুটিয়ে পড়লেন কৃষক নেতা
কনিষ্ক পাণ্ডা জানিয়েছেন, 'এটা আমাদের সারাবছরের কর্মসূচী। আর মুখ্যমন্ত্রীর পাঁচ টাকায় ডিম-ভাত কিছুদিন পরেই বন্ধ হয়ে যাবে।' তবে যাই হোক রাজ্য রাজনীতিতে ভোট যতই এগিয়ে আসছে আমজনতার মন পেতে শাসক-বিরোধীদের মন পেতে নানান প্রকল্পে লাভ হচ্ছে বঙ্গ বাসীর, সেটা বলাই যায়।
আরও পড়ুন ইডি কোনও নোটিস দেয়নি, মিথ্যা প্রচার করা হচ্ছে: ফিরহাদ
More News:
2nd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment