নিজস্ব প্রতিনিধি: প্রতিভা কোথায় লুকিয়ে থাকে কে জানে! সেরকমই একজন ডুয়ার্সের সোনমরিকা। সম্প্রতি সে সুযোগ পেয়েছে বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খানের প্রোডাকশনে তৈরি হতে চলা “লালসিং চাঢডা” ছবিতে। যারফলে খুশির হাওয়া ডুয়ার্স জুড়ে।
পার্বত্য এলাকা কালিম্পং জেলার ডুয়ার্সের নাগরাকাটা সংলগ্ন গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলার বাসিন্দা রাজেন তামাং ও রমলা তামাং। তাদের কন্যা সোনমরিকাই নিজের স্বপ্নের টানে পাড়ি দিয়েছে সুদূর মুম্বই।সে সুযোগ পেয়েছে আমির খানের সঙ্গে কাজ করার। আর এতেই খুশির লহর ছড়িয়েছে গরুবাথান অঞ্চলে।বৃহস্পতিবার এই খুশিতে সোনমরিকাকে এক অনুষ্ঠানে খাদা পড়িয়ে সন্মানিত করা হয়। স্থানীয় সমাজ কর্মী মহেশ্বর প্রধান জানান, সোনমরিকা আমাদের এই পাহাড়ি এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রডাকশনে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা ওর সাফল্য কামনা করি।
নিজের কথা প্রসঙ্গে সোনমরিকা জানালো, ‘ছোটবেলা থেকে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন সফল হতে চলেছে। নিজের অভিনয় মেলে ধরে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম থাপা, সঞ্জয় শর্মা, অগম রাইসহ অন্যান্যরা।