এই মুহূর্তে




রাজ্যে ডাবের বাজার চড়া, ১০০ টাকাতেও চলছে দেদার বিক্রি




নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। তাই এই তীব্র গরম থেকে বাঁচতে কম- বেশি সকলেই চুমুক দিচ্ছে শরবত না হলে ডাবের জলে। ডাবের চাহিন্দার সঙ্গে চড়চড় করে বাড়ছে দামও। রোদ থেকে স্বস্তি দিতে ১০০ টাকাতেও দেদার বিক্রি হচ্ছে ডাব। এমনই একটি ঘটনা ঘটেছে রবিবার মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়।

জানা গিয়েছে, সোমবার মুর্শিদাবাদে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে বেড়েই চলেছে আর্দ্রতা ছাড়িয়েছে ৪২ শতাংশ। ঘণ্টা প্রতি বাতাস বইছে ১০ কিলোমিটার। ফলে সাধারণ মানুষ যত তাড়াতাড়ি পাড়ছেন বাইরের কাজ সেরে বাড়ি ঢুকে পড়ছেন। কিন্তু যাদের সমস্তটা দিন বাইরেই কাজ করতে হয় তাঁদের বেহাল অবস্থা। দুপুরের কড়া রোদে পুড়তে হচ্ছে তাঁদের। তাঁদের কিছুটা স্বস্তি দিতে পারে ডাব। তবে এই ডাবেরই এখন আকাশছোঁয়া দাম। কিছু দিন আগে পর্যন্ত বাজারে ডাবের দাম ছিল ৭০-৮০টাকা। তবে এখন সোজা ১০০ টাকায় উঠে পড়েছে। বহরমপুর শহরের বাজারে ডাবের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে।

বহরমপুর ছাড়াও ডোমকল ও ইসলামপুরেও ডাবের ছুয়েছে ৭০-১০০ টাকার কোঠায়। জানা গিয়েছে, জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ এলাকায় ডাবের দাম ঘোরাফেরা করছিল ৭০-৯০ টাকার মধ্যেই। অন্য জায়গার তুলনায় ডাবের দাম কিছুটা কম ছিল কান্দিতে। কান্দির নেতাজি বাস টার্মিনাস এলাকায় বড় ডাব বিক্রি করা হচ্ছিল ৮০ টাকায় এবং ছোট ডাবগুলির দাম ছিল ৬০ টাকা। এই বিষয় কান্দির ডাব বিক্রেতা মৃত্যুঞ্জয় দাস জানিয়েছেন, “মহাজনের কাছে আগাম টাকা জমা দিয়েও ডাব পাচ্ছি না। খদ্দেরের অভাব না থাকলেও ডাবের আকাল রয়েছে।” এমতাবস্থায় আর কিছু দিনের মধ্যেই ডাবের দাম পৌঁছে যাবে ১৫০ টাকা। এদিকে, ডাবের দাম চড়া হলেও বিক্রি কম হচ্ছে। বহরমপুর শহরে গির্জার মোড় এলাকার ডাব বিক্রেতা নিখিল পাল জানিয়েছেন, বিক্রেতা রয়েছে বাজারে অনেক। কিন্তু এখন ডাব পাওয়া যাচ্ছে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ