-273ºc,
Sunday, 4th June, 2023 9:07 am
নিজস্ব প্রতিনিধি, হুগলি: দীর্ঘ ৩ মাস ধরে রেশন পায় না চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুগলি স্টেশান লাগোয়া লোহারপাড়ার মানুষেরা। স্থানীয় মানুষজন ক্ষুব্ধ হয়ে রেশন ডিলারের(Ration Delar) স্থানীয় দোকানটি সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে রবিবার সকাল ১০টা থেকে। খবর যায় রেশন ডিলারের মালিকের কাছে। চাপে পড়ে ডিলারের মালিক একটি টাটা- ৪০৭গাড়িতে করে রেশন নিয়ে অবশেষে হাজির হয় দোকানের সামনে। স্থানীয় মানুষজনের অভিযোগ, গত তিন মাস ধরে ওই রেশন ডিলার ওই এলাকার মানুষজনকে কোন সামগ্রী দিচ্ছে না ।
যখনই সেখানে মানুষজন এসব নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন তারপর জানানো হয় গোডাউন(Gowdown) থেকে কোন মাল আসেনি ।বাধ্য হয়ে ফিরে যান গরিব মানুষজন ।অবশেষে রবিবার তারা জড়ো হয়ে ব্যাপকভাবে বিক্ষোভ দেখালে কিছু মাল এনে স্থানীয় মানুষজনের মধ্যে বিলি করেন ওই রেশন ডিলার।
এলাকার মানুষজন স্পষ্ট হুমকি দিয়েছে যদি তারা নিয়মিত রেশন না পায় তাহলে তারা ব্যাপক আন্দোলন শুরু করবে। প্রয়োজনে তারা ওই দোকানটিকে ঘিরে বিক্ষোভ দেখাবে।