এই মুহূর্তে




সাধুর ছদ্মবেশে সোনা ডবল করার প্রলোভন দেখিয়ে লুটপাট, পুলিশের জালে বিহারের ৪ দুষ্কৃতি




নিজস্ব প্রতিনিধি,হাওড়া:অতি লোভে তাঁতি নষ্ট, সাধু সেজে সোনা ডবল করার নামে একাধিক বাড়ি থেকে সোনার গহনা নিয়ে চম্পট। তদন্ত শুরু করে ২৪ ঘন্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়া থানার(Howrah P.S.) পুলিশ। দক্ষিনেশ্বর থেকে গ্রেফতার বিহারের চার দুষ্কৃতি। সাধুর বেশে বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের বশে এনে সর্বস্য লুঠ। cctv ফুটেজ সংগ্রহ করে চারজনকে গ্রেফতার করলো হাওড়া থানার পুলিশ। জানা গেছে বেশ কিছুদিন থেকে হাওড়া এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে অভিযোগ এসেছিল দুপুরের দিকে সাধু বেশে দুষ্কৃতীরা বিভিন্ন বাড়িতে যে সকল মহিলারা একা রয়েছেন সেখানে ঢুকে পড়ছে।

এরপর সাধুর ছদ্মবেশে সেই মহিলাকে নানাভাবে বশ করা হচ্ছে। এই সাধুরা কখনো একা থাকছেন কখনো বা সঙ্গে একজন দুজন সহযোগী থাকছেন। পুরনো রোগ সারিয়ে দেওয়া হবে, সন্তান হারা কে সন্তান পাইয়ে দেওয়া হবে, সোনা ডবল করে দেওয়া হবে এইসব প্রলোভন দেখিয়ে বাড়ির মহিলাদের নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন এই ছদ্মবেশী সাধুর দল। তারপর বাড়িতে থাকা একাকী মহিলাকে তন্ত্র-মন্ত্র বলে অচৈতন্য করে বা বশ করে। আলমারি খুলে সোনার গয়নাগাটি ,টাকা পয়সা হাতিয়া নিয়ে পালিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ির মহিলাদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। একের পর এক এই ধরনের কেপমারির ঘটনা ঘটার পর হাওড়া পুলিশ স্পেশাল টিম(SIT) গড়ে তদন্ত শুরু করে। যেসব এলাকায় এই ঘটনাগুলি ঘটে সেখানকার আশেপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে স্পেশাল টিম।

সেই সব সিসিটিভির(CCTV) ফুটেজ থেকে সংগৃহীত ভিডিও এবং যে সকল মহিলাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের মুখে বিবরণ শুনে সম্ভাব্য দুষ্কৃতীদের মুখের স্কেচ করে পুলিশ। অবশেষে একে একে ভিন রাজ্য থেকে আসা ৪ দুষ্কৃতী ধরা পড়ে। এই চারজন দুষ্কৃতীর বাড়ি বিহারে। যে রায় তারা জানিয়েছে বেশ কিছুদিন থেকে এইভাবে সাধুর ছদ্মবেশে ক্লাব বিভিন্ন বাড়ি থেকে লুটপাট চালাচ্ছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ