এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

উত্তরবঙ্গের শিল্প বণিক সম্মেলনে ১১,০২৬ কোটির বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে শিল্প করিডর তৈরি করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। এবার লক্ষ্য উত্তরবঙ্গ(North Bengal)। সেখানেও তৈরি করা হবে শিল্প করিডর(Industrial Corridor)। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই যে ৩টি শিল্প করিডর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেগুলি হল – হুগলি জেলার ডানকুনি থেকে পুরুলিয়ার রঘুনাথপুর, ডানকুনি থেকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া  এবং ডানকুনি থেকে নদিয়া জেলার কল্যাণী পর্যন্ত। এবার সেই ধাঁচেই উত্তরবঙ্গে অন্তত ২টি শিল্প করিডর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একটি শিলিগুড়ি(Silliguri) থেকে জলপাইগুড়ি এবং অপরটি শিলিগুড়ি থেকে ইসলামপুর। বুধবার শিলিগুড়িতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বণিক সম্মেলনের(NB MSME Buisness Conclave) আয়োজন করা হয়েছিল। যেখানে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(Harikrishna Diwadi) রাজ্য সরকারের এই পরিকল্পনার কথা জানান এবং সেই সঙ্গে এটাও জানান যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে উত্তরবঙ্গের জন্য মোট ১১ হাজার ২৬ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।

আরও পড়ুন ১২ লক্ষ টাকা দিয়েছি, তাতেও চাকরি হয়নি, নালিশ অভিষেককে

মুখ্যসচিব জানিয়েছেন, গত বছর যে বিশ্ববঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানেই উত্তরবঙ্গের জন্য ১১ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। তার মধ্যে আছে উত্তর দিনাজপুর জেলায় ১৭৫ কোটি টাকার ইথানল কারখানা নির্মাণের প্রস্তাব, ফুলবাড়িতে বাঁশ নির্ভর ইউনিট, জুটমিল, হিমঘর ও ডেয়ারি শিল্প। পাহাড়ে চা ও পর্যটন শিল্পঅর জন্য ৯৫০ কোটি টাকা ও শিল্প তালুকের জন্য ৩৫২৬ কোটি টাকার প্রস্তাব। ছোট-বড় সমস্ত শিল্প সম্ভাবনা মিলিয়ে সংখ্যাটা ১১ হাজার ২৬ কোটি টাকা। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে মোট এত পরিমাণ বিনিয়োগের প্রস্তাব এর আগে কখনই আসেনি। তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানান আগামী ২-৩ বছরের মধ্যেই সেগুলি বাস্তবায়ত হয়ে উঠতে শুরু করবে। তখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে ১ লক্ষ ২৫ হাজার জনের। তিনি এটাও জানান রাজ্য সরকার পাহাড় ও ডুয়ার্সে এখন সব থেকে বেশি জোর দিচ্ছে Tea Tourism’র বিস্তারের ওপর। চা বাগানগুলিতে ১৫ শতাংশ জমিতে হোম স্টে, রিসর্ট, হাসপাতাল, নার্সিংহোম করার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। বিপুল সাড়াও পাওয়া যাচ্ছে সেই সব ক্ষেত্রে। উত্তরবঙ্গে শিল্প গড়ে তোলার জন্য উদ্যোগপতিরাও রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন।

আরও পড়ুন রাস্তাশ্রী প্রকল্পে ৩ জেলা পেল ২০০ কোটির বরাদ্দ

রাজ্য সরকারের অভিমত হল, উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার শিলিগুড়ির পাশ দিয়ে এশিয়ান হাইওয়ে ও ১০ নম্বর জাতীয় সড়ক গিয়েছে। যোগাযোগ ব্যবস্থাও সুগম। সেই কারণেই শিলিগুড়িকে কেন্দ্র করেই শিল্প করিডর গড়ে উঠতে পারে। রাজ্য সরকার সেই লক্ষ্যেই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে ইসলামপুর পর্যন্ত ২টি শিল্প করিডর গড়ে তুলতে চাইছে। এর জন্য হাইওয়ের ধারে পতিতজমির খোঁজ চলছে। বেসরকারি সংস্থাকে দিয়ে গড়া হবে ছোট ছোট শিল্পতালুক। সরকার সবরকম সহযোগিতা করবে। ওই দুই শিল্প করিডর নির্মাণ হয়ে গেলে রাজ্য সরকার আরও ২টি শিল্প করিডর গড়ে তোলার দিকে নজর দেবে। একটি ডালখোলা থেকে ওল্ড মালদা টাউন এবং অপরটি আলিপুরদুয়ার-কোচবিহার এলাকা। মুখ্যসচিব জানান এখন উত্তরবঙ্গে ছোট ছোট শিল্পপতিরাও খুব ভাল কাজ করছে। আগে এখানকার উৎপাদিত পণ্য বিদেশে রফতানি হতো না, কিন্তু এখন তা হয়। এটা খুব ভাল লক্ষ্যণ। উত্তরবঙ্গে রাজ্য সরকারের প্রস্তাবিত ২টি শিল্প করিডর তৈরি হয়ে গেলে সেখানে বিনিয়োগের জন্য আগ্রহ আরও বাড়বে উদ্যোগপতিদের। পাশাপাশি কর্মসংস্থানও হবে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তিন তোলাবাজ যুবককে গ্রেফতারের দাবিতে শান্তিপুর থানা ঘেরাও করে ডেপুটেশন দিলেন আমজনতা

জনজাতি সম্প্রদায়কে নিয়ে মায়াপুর ইসকনের তিনদিন ব্যাপী কনভেনশন

নিউটাউনে উদ্ধার হওয়া ক্ষতবিক্ষত যুবক করুণাময়ীর এইচএসবিসি ব্যাংকের কর্মী

মালদার চাঁচলে মিঠুনের রোড শোতে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুরে দেবের রোড শোতে জনসুনামি

‘বিজেপির ১০ জন নেতা যোগাযোগ রাখছেন’, বোমা ফাটালেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর