মুসলিম চাষীদের হাতে বঙ্গে ফুটছে পদ্ম
Share Link:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে পদ্ম ফুটবে কি ফুটবে না এটা বলা মুশকিল। নবান্ন দখল করতে পারবে কিনা গেরুয়া শিবির তা জানতে অপেক্ষা ২ মে পর্যন্ত। কিন্তু রাজ্যের পদ্মের চাষ খুবই ভালো। হাওড়া গ্রামীণ অংশে এবারের পদ্ম চাষ চোখে পড়ার মতো।
কেন্দ্রীয় তথা দেশের সর্বভারতীয় দল বিজেপির লোগো পদ্ম। কিন্তু হাওড়ার গ্রামীণ অংশে বিশেষ করে বাগনান - উলুবেড়িয়া - কুলগাছিয়া তে এবারে পদ্ম চাষের বহর চোখে পড়েছে। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। গোটা রাজ্যে তথা পূর্ব ভারতে দুর্গাপুজো কিংবা পুজোর কাজে ব্যবহৃত পদ্ম হাওড়া ও মেদিনীপুর থেকেই যায়। তাই প্রত্যেক বছর পদ্ম চাষ হয় জোরকদমে। রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। আর সেই সময় বিশেষ করে তৃণমূলের শক্ত ঘাঁটি হাওড়া গ্রামীণে জলাশয় গুলিতে পদ্ম ফোঁটা র বহর দেখে অনেকেই বলছেন তাহলে কি রাজ্যে এবার ঘাসফুল সরিয়ে ফুটছে পদ্ম?
যদিও এই ঘটনায় রাজনীতির রঙ লাগাতে চাইছেন না ফুল চাষীরা। এক ফুল চাষী জানিয়েছেন, রাজ্যে কিংবা দেশে বিভিন্ন মন্দিরে পুজোর জন্য ব্যবহৃত পদ্ম চাষ করে মুসলিম চাষীরা।' আরও এক ব্যবসায়ী জানিয়েছেন, ' ভোটের ফলাফল কি হবে আমরা জানিনা। কিন্তু মাথায় রাখবেন এই জায়গায় দশকের পর দশক দুটি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ফল খারাপ হবে। ' রাজ্যে এখন মূলত লড়াই দুই ফুলের। ঘাসফুল ও পদ্মফুল। কিন্তু হাওড়ার এক ভিন্ন পদ্ম ফোঁটার চিত্রে আপ্লুত ফুল ব্যবসায়ীরা।
কেন্দ্রীয় তথা দেশের সর্বভারতীয় দল বিজেপির লোগো পদ্ম। কিন্তু হাওড়ার গ্রামীণ অংশে বিশেষ করে বাগনান - উলুবেড়িয়া - কুলগাছিয়া তে এবারে পদ্ম চাষের বহর চোখে পড়েছে। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। গোটা রাজ্যে তথা পূর্ব ভারতে দুর্গাপুজো কিংবা পুজোর কাজে ব্যবহৃত পদ্ম হাওড়া ও মেদিনীপুর থেকেই যায়। তাই প্রত্যেক বছর পদ্ম চাষ হয় জোরকদমে। রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। আর সেই সময় বিশেষ করে তৃণমূলের শক্ত ঘাঁটি হাওড়া গ্রামীণে জলাশয় গুলিতে পদ্ম ফোঁটা র বহর দেখে অনেকেই বলছেন তাহলে কি রাজ্যে এবার ঘাসফুল সরিয়ে ফুটছে পদ্ম?
যদিও এই ঘটনায় রাজনীতির রঙ লাগাতে চাইছেন না ফুল চাষীরা। এক ফুল চাষী জানিয়েছেন, রাজ্যে কিংবা দেশে বিভিন্ন মন্দিরে পুজোর জন্য ব্যবহৃত পদ্ম চাষ করে মুসলিম চাষীরা।' আরও এক ব্যবসায়ী জানিয়েছেন, ' ভোটের ফলাফল কি হবে আমরা জানিনা। কিন্তু মাথায় রাখবেন এই জায়গায় দশকের পর দশক দুটি সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ফল খারাপ হবে। ' রাজ্যে এখন মূলত লড়াই দুই ফুলের। ঘাসফুল ও পদ্মফুল। কিন্তু হাওড়ার এক ভিন্ন পদ্ম ফোঁটার চিত্রে আপ্লুত ফুল ব্যবসায়ীরা।
Leave A Comment