28ºc, Haze
Friday, 24th March, 2023 8:48 pm
নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: বুধবার সন্ধ্যেবেলা স্টেশন চত্বরে হকারকে মারধরের ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল স্টেশনে(Jagatddal Station)। রেল পুলিশের চরম নির্মমতার এই ঘটনায় আতঙ্কিত স্টেশন চত্বরের বাকি হকাররাও। অভিযোগ উঠেছে রানাঘাটের ফুল বিক্রেতা রঞ্জিত সরকার ফুল বিক্রি করতে এসেছিলেন জগদ্দল স্টেশনে। সেই সময় আচমকা রেল পুলিশ ওই ফুল বিক্রেতাকে স্টেশন থেকে উঠে যেতে বলেন।
তারপরেই অভিযোগ উঠেছে রেল পুলিশ ওই ফুলবিক্রেতাকে টিকিট কাউন্টারের(Ticket Counter) মধ্যে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে।যার জেরে চরম হইচই শুরু হয়ে যায় স্টেশন চত্বরে। যদিও রেল পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে রেলের তরফে এখনো পর্যন্ত কোন সদুত্তর পাওয়া যায়নি। বিভিন্ন স্টেশনে কখনো হকারদের ঘুমটি ঘর ভেঙে দেওয়া হচ্ছে। কখনো উচ্ছেদ অভিযান চলছে। কখনো রেল কোয়ার্টারে আরপিএফ ফোর্স নিয়ে গিয়ে সেখান থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেল দফতর।
এবার ট্রেনে অথবা রেল স্টেশনে লাগোয়া এলাকায় যারা হকার রয়েছেন, তাদের ওপর শারীরিক নির্যাতন শুরু করল আরপিএফ(RPF)। খেটে খাওয়া হকারদের ওপর রেল পুলিশের এই হামলার ঘটনায় নিত্যযাত্রীরা সরব হয়েছে।সম্প্রতি দক্ষিণেশ্বর রেল কোয়াটার উচ্ছেদ করতে গিয়েছিল আরপিএফ ।সেখানে একটি ঘর ভেঙেও দেওয়া হয়েছিল। কিন্তু বিনা স্ট্যাম্পের নোটিশ দিয়ে ঘর ভাঙতে গিয়ে রেল কোয়ার্টারে(Rai Qwater) থাকা মহিলাদের বাধার সম্মুখীন হয় রেল দফতর ও আর পি এফ । বাধ্য হয় তারা ফিরে যেতে। দক্ষিণেশ্বর রেল কোয়ার্টারের বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দেয় পুনর্বাসন না দিয়ে কোন উচ্ছেদ করা যাবে না।