এই মুহূর্তে




বন দফতরের জমি দখল করে রিসর্ট তৈরির অভিযোগ, চাঞ্চল্য জিতুশোলে

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:বেদখল জমিতে  রিসর্ট নির্মাণ, নোটিস জারি বন দফতরের। আবারও বন দফতরের জমি দখলের অভিযোগ। এর আগেই শালবন দখলকে ঘিরে বিতর্ক, এবার একই অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের জিতুশোল(Jitusoal) এলাকায়। বন দফতরের দাবি, ওই এলাকায় যে রিসর্ট নির্মাণ হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে বন দফতরের জমির উপর গড়ে তোলা হচ্ছে। জানা গিয়েছে, লোধাশুলির(Lodhasuli) রেঞ্জ অফিসার নির্মীয়মাণ রিসর্টের পাঁচিলে নোটিস সাঁটিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ উপেক্ষা করেই চলছে নির্মাণকাজ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের কোনো উত্তর পাননি। ঝাড়গ্রামের ডিএফও(DFO) উমর ইমাম বলেন, “১০০ শতাংশ নিশ্চিত, জায়গাটি বন দফতরের। সোমবার বিকেলে রেঞ্জ অফিসে গিয়ে কর্মীরা লিখিতভাবে জানিয়েছেন, কাজ আপাতত বন্ধ থাকবে।”

বন দফতরের নোটিসে জানানো হয়েছে, জঙ্গলখাসের ৭৩১টি মৌজার মধ্যে ৩৯ নম্বর প্লটটি বন দফতরের জমি। তা অবৈধভাবে দখল করে নির্মাণ চলছে, যা বন আইন লঙ্ঘনের শামিল। সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও কাজ থামেনি। এক কর্মচারীর দাবি, “মালিক এক বছর আগে জমিটি কিনেছেন। মালিকের নির্দেশেই কাজ করছি।” জমির মালিক বলে নিজেকে দাবি করেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা গোবিন্দ মাইতি।তবে বন দফতরের প্রশ্ন , কীভাবে তাদের জমি ব্যক্তিগত নামে রেকর্ড হল? দফতরের ব্যাখ্যা, “কিছু ক্ষেত্রে বন দফতরের জমি ভুলবশত রেকর্ডে অন্য নামে চলে গিয়েছে। তারপর একাধিকবার হাতবদল হয়ে বিক্রি হয়েছে।

এর পেছনে সক্রিয় রয়েছে জমি মাফিয়া চক্র।” জঙ্গলমহলের এই জেলায় ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে বনভূমি। জঙ্গল কেটে গড়ে উঠছে একের পর এক বেসরকারি হোম-স্টে ও রিসর্ট। লোধাশুলি ও ঝাড়গ্রাম রেঞ্জে ইতিমধ্যেই বন দফতরের অনেক জমি দখল হয়ে গিয়েছে বলে অভিযোগ। এতে হাতির চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, এমনকি দখল হওয়া জমিতে ফলের বাগান তৈরি করায় হাতি সেখানে ঢুকে পড়ছে। এই পরিস্থিতিতে বন দফতর বেদখল জমি পুনরুদ্ধারে নামছে জোরকদমে। ইতিমধ্যে নকশা দেখে একের পর এক জায়গা চিহ্নিত করে নোটিস জারি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের ডিএফও উমর ইমাম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনাগাছির যৌনকর্মীরা কার্তিক পুজোয় মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে

হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া সদ্যোজাত শিশুকে ভাঙড় থেকে উদ্ধার করল কলকাতা পুলিশ, গ্রেফতার ২

জগদ্দলে বিজেপির মণ্ডল সভাপতির পদ পাইয়ে দিতে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ RSS নেতার বিরুদ্ধে

অপরিচিতার কাছে শিশু পুত্রকে রেখে ওষুধ কিনতে যান মা, সদ্যোজাতকে নিয়ে উধাও যুবতী

রাজ্য ও ভিন রাজ্যের কয়েকশো বাংলাদেশি হাকিমপুর সীমান্তের পথে, আটক করল বিএসএফ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ