এই মুহূর্তে




ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হতেই সক্রিয় হয়ে উঠেছে দুর্নীতি চক্র, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন




নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হতেই শুরু হয়েছে দুর্নীতি, চলছে দালাল চক্র, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।ভিনরাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুরডিহ চেকপোষ্টে(Duburdiha Check Post) ঝাড়খন্ডগামী ১৯নম্বর জাতীয় সড়কে(National High Way) চেকিং করা হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে।যেখানে পুলিশ চেকিং করে আলু বোঝাই ট্রাক গুলি পুনরায় ঘুরিয়ে দেওয়া হয়। ভীন রাজ্যে যেনো আলু বোঝাই ট্রাক না যেতে পারে।এর ফলে বিপাকে পড়েছে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসি।সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক।যদিও আলু বোঝাই ট্রাক চালকদের অভিযোগ দালালরা আসছে, যোগাযোগ করছে। সীমানা পার করে দেওয়ার জন্য।

সওদা মঞ্জুর হলেই ট্রাক সীমানা পার হয়েও যাচ্ছে। আলু বোঝাই ট্রাকের বিল পেপার চেঞ্জ করে।অন্য ডুব্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে ঝাড়খন্ডে চলে যাচ্ছে বলে জানান সীমানায় আটকে থাকা আলু বোঝাই ট্রাকের চালকরা।দালাল চক্র সক্রিয় রয়েছে বাংলা – ঝাড়খন্ড সীমানাতে ডুবুরডিহ চেকপোস্টে ।অপর দিকে দেখা গেলো আরো একটা ছবি বাংলা ঝাড়খন্ড সীমানা ডুবুরডিহ চেকপোষ্টের সামনে এক ট্রাক চালকের হাতে একটি টোকেন ।যেখানে লেখা রয়েছে ট্রেন্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট (চিকুদা )চিরকুন্ডা বর্ডার (আসানসোল)।এর পর ট্রাকের নম্বর ও ৫০০টাকা সহ ডেট উল্লেখ রয়েছে।ঐ চালক জানান, বাংলাতে প্রবেশের এন্ট্রি ৫০০টাকা দিয়ে চিকুদার কাছে নিয়েছি এই টোকেন।আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, জনগণের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে।আমি অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করবো পুলিশ আধিকারিক হিসাবে উনি দেখুন ,যে বা যারা মুখমন্ত্রীর আদেশকে অমাণ্য করছে। তাঁদের কঠোর শাস্তির অনুরোধ করবো প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে।সাথে টোকেন(Token)বিষয়টি নিয়েও সরব হন তিনি।কে এই চিকু ?কিসের কিলিয়ারেন্স দিচ্ছে? কিসের টাকা নিচ্ছে?

আমি তদন্ত করার অনুরোধ করবো প্রশাসনকে। দালাল বা চিকু কে অবিলম্বে গ্রেফতার করা হোক।অভিযোগ আসছে মানুষের।মানুষ এইটা খারাপ চোখে দেখেছে।বিষয়টি নিয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, ডুবুরডিহ চেকপোষ্টে এই যে দুর্নীতি গ্রস্ত সিস্টেম চলছে সেখানে যদি টোকেনের মাধ্যমে সিস্টেম টা চললে সেখানে পুলিশ আছে। এই ধরণের কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের নজরে অবশ্যই রাখা দরকার।কোথায় দুর্নীতি হচ্ছে কে টোকেন চালাচ্ছে টোকেনের গুরুত্ব কি।দালাল চক্র রয়েছে বলে রয়েছে।এতে পশ্চিম বাংলার বদনাম হচ্ছে।সাথে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেন, কি ভাবে একটা দালাল চক্র কাজ করছে ?সে নির্ভীক ভাবে টোকেন দিচ্ছে ।এটা পাস করতে পারে? লাইসেন্সর মতো তার নাম চিকু(Chiku) সেখানে পুলিশ প্রশাসন আছে তারা কি করছেন?প্রশাসনের মদতেই হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

পশ্চিম মেদিনীপুরে জলবন্দি ৬৪ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার

‘DVC-র জলে কেন বাংলা ডুববে, আমরা জানতে চাই, কৈফিয়ত চাই’, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

‘৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে, এটা Man Made Flood’ বার্তা মমতার

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় Review Petition’র পথে SSC

লাগাতার জল ছাড়ছে ডিভিসি,  বানভাসি দক্ষিণবঙ্গ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর