এই মুহূর্তে




সল্টলেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর যুবকের হামলা, আগন্তুককে গ্রেফতার করল বিধাননগর পুলিশ

নিজস্ব প্রতিনিধি ,বিধাননগর: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের উত্তর বিধাননগর থানায় এলাকার বাড়িতে ঢুকে তার ওপর হামলা করা হয়। তার মুখে ঘুষি মারার অভিযোগ। অভিষেক দাস(Abhisekh Das) নামে এক যুবককে ধরে ফেলেন মন্ত্রীর রক্ষীরা। ওই যুবক হাবড়ার বাসিন্দা।ওই যুবকের বাড়ি হাবরার জগাছি ছাব্বিশ গ্রাম এলাকায়। তাকে এলাকায় সকলে পাপাই(Papai) নামে চেনে। তাকে গ্রেফতার করেছে উত্তর বিধান নগর থানা।অভিষেক মানসিক ভারসাম্যহীন। এর আগে অভিষেক হাবড়ার পুরসভার চেয়ারম্যান এর উপরে হামলা চালানোর ঘটনায় গ্রেফতার হয়েছিল। একাধিকবার তাকে পুলিশ আটক করেছিল। অতর্কিতে ওই যুবক রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে হামলা চালালে তিনি মাটিতে পড়ে যান। তার কোমরে চোট লাগে। প্রাক্তন মন্ত্রী চিৎকার করলে সেই সময় তার দপ্তরের ভেতরে থাকা তৃণমূল কর্মীরা ছুটে আসে। এরপর ওই যুবককে আটক করা হয়। পুলিশে খবর দেওয়া হয়।

ওই যুবক প্রাক্তন মন্ত্রীর ওপর আক্রমণ করতে এতটাই উদ্যত ছিল তাকে ৩-৪ জন মিলে আটকে রাখতে পারছিল না। এদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jatipriyo Mallick) সুগারের রোগী। পড়ে গেলেও তাকে হাসপাতালে ভর্তি করতে হবে না বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করার পর জানতে পেরেছে ওই যুবককে তৃণমূল বিধায়ক চেনেন না। কখনো তাকে দেখেননি। পুলিশ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ির সিসিটিভির (CCTV)ফুটেজের তথ্য খতিয়ে দেখছে। জানা গেছে রবিবার দুপুর তিনটা থেকে ওই যুবক মন্ত্রীর বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন।

মাঝে বেশ কিছুক্ষন তিনি ওই এলাকায় ছিলেন না। পরে আবার প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়েছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক রবিবার সন্ধ্যার পর বাড়িতে বাইরে থেকে এসে প্রবেশ করার সময় তার ওপর অতর্কিতে হামলা চালায় ওই যুবক। এই যুবক কেন এই হামলা চালালো, তা খতিয়ে দেখছে পুলিশ। রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ২০২৩ সালে ইডির হাতে গ্রেফতার হয় ১৪ মাস জেলবন্দী থাকার পর গত ১৫ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান। গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন মন্ত্রী থাকলেও পরে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয় দল। বর্তমানে তিনি হাবড়ার বিধায়ক(MLA Habra) সহ দলের সাংগঠনিক পদে রয়েছেন শুধুমাত্র।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

প্রকাশ্যে SIR এর ভিন্ন ছবি, গ্রামে ফিরে স্কুলপড়ুয়াদের খাওয়ালেন পরিযায়ী শ্রমিক

ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

খড়িবাড়ির পর শিলিগুড়ি! জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিশ, ধৃত ১

ঐতিহাসিক মুদ্রা থেকে দেশ বিদেশের ডাকটিকিট, মাইক্রোবায়োলজিস্টের সংগ্রহ দেখলে চমকে যাবেন

চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু, পরিযায়ী শ্রমিক অসীমের দেহ ফিরল বাহারি গ্রামে, শোকের ছায়া বীরভূমে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ