এই মুহূর্তে




বিনা হেলমেটে কৈখালিতে স্কুটির চাকা পিছলে গেলে কোলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল মায়ের

নিজস্ব প্রতিনিধি, কৈখালি: সন্তানকে বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা। ভি আই পি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি চাকা পিছলে গেলে কোল থেকে পড়ে গিয়েছিল শিশু। স্বামীর স্কুটি থেকে মা নিজেও ছিটকে পড়ে গিয়েছিলেন রাস্তায়। কিন্তু মা তার সন্তানকে রাস্তায় দাঁড়িয়ে থাকায় ব্যক্তির দিকে ছুড়ে দিয়ে নিজে বাঁচার আগেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যান। স্বামী এবং সন্তান হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। মা গটনাস্থলেই মারা গিয়েছেন। মায়ের মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার পরিবারের নিকট সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মায়ের নাম পূজা মণ্ডল(Puja Mandal) (৩৪)। তাদের বাড়ি বাগুইআটির(Baguiati) হাতিয়াড়া ঝিলপাড়া(Jhilpara) এলাকায়। বৃহস্পতিবার স্বামীর স্কুটিতে চড়ে সন্তানকে নিয়ে কৈখালী থেকে কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তারা। কারোর মাথায় হেলমেট ছিলনা। ভিআইপি রোডে হলদিরাম মোড়ের কাছে স্কুটির চাকা হঠাৎ পিছলে যায়।

স্কুটি সহ রাস্তায় ছিটকে পড়েন স্বামী -স্ত্রী এবং তার কোলের সন্তান। স্কুটি সহ রাস্তায় পড়ে যাওয়ার পর সন্তানকে বাঁচাতে তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের দিকে ছুঁড়ে দেন মা পূজা। সেই মুহূর্তে কৈখালী দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ঠ হন মা। দুর্ঘটনার পর পথচারীরাই তাদের স্বামী-স্ত্রীকে উদ্ধার করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা পূজাকে মৃত বলে ঘোষণা করে। পূজার স্বামী এবং সন্তান এখন হাসপাতালে রয়েছে। রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায়। ঘাতক ট্রাক এবং তার চালককে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। ভিআইপি রোডে হেলমেট ছাড়া স্কুটিতে চেপে যেতে গিয়ে অকালে প্রাণ গেল মা পূজার। বাগুইআটি ট্রাফিক গার্ডের(Baguiati Traffic Guard) পক্ষ থেকে প্রায়শই বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালকদের বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

হেলমেট ছাড়া জোরে গাড়ি চালানোর অপরাধে জরিমানা করা হয়। কিন্তু তারপরেও বাগুইহাটি ট্রাফিক গার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় চলছে ট্রাফিক নিয়ম না মানার বেপরোয়া খেলা। জগৎপুর বাজার থেকে শুরু করে শুলংগুড়ি, যাত্রাগাছি, প্রমোদগড়, আদর্শ পল্লী, শিমুলতলা ও অশ্বিনী নগর এলাকায় রাত হলেই বাইক রোমিও ওদের বেপরোয়া মোটরসাইকেল চালানো শুরু হয়। জগৎপুর বাজারের(Jagatpur Market) সংলগ্ন জগৎপুর ব্রিজে যে পুলিশকর্মীরা না কাছে দিনের জন্য থাকেন তারা অধিকাংশ সময় মোবাইল ঘটতে ব্যস্ত থাকেন। ফলে চলে রাত হলেই মোটরসাইকেলের বেগতিক গতিতে চলাচল। কারোর মাথায় থাকে না হেলমেট। অধিকাংশ মোটরসাইকেলে থাকেনা বৈধ কাগজপত্র।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইসলামপুরে স্বামীর রহস্যজনক মৃত্যু, স্ত্রীর বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

দিল্লির সুলতানপুরী গ্যাং- এর মাস্টারমাইন্ড সহ তিন দুষ্কৃতী সাঁতরাগাছিতে গ্রেফতার

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগ বাংলাদেশি যুবকের বিরুদ্ধে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ