এই মুহূর্তে




দিল্লি থেকে কালিয়াচকের ত্রাস আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ




নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় কালিয়াচকের মোজামপুর এলাকার ত্রাস আসাদুল্লাহ বিশ্বাসকে(Asadullaha Biswas) গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে, দিল্লির একটি গোপনডেরা থেকে অভিযুক্ত আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। দিল্লী পুলিশের সহযোগিতা নিয়ে মালদার কালিয়াচক থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অগস্ট পুরনো একটি বিবাদকে ঘিরে প্রকাশ্য রাস্তায় মোজামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। এই ঘটনার পর কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ সাতজনকে গ্রেফতার করে। ধৃতদেরকে আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরই আসাদুল্লাহ বিশ্বাসের নাম উঠেছে। কিন্তু এই ঘটনার পর থেকেই গত একমাস ধরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত আসাদুল্লাহ বিশ্বাস। বিভিন্ন সূত্র ধরে পুলিশ জানতে পারে, দিল্লির একটি শহরে আশ্রয় নিয়ে রয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি। এরপরই কালিয়াচক থানার পুলিশের একটি বিশেষ টিম দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। বৃহস্পতিবার দিল্লী(Delhi) পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় এপ্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি বলেন, দিল্লী পুলিশের সহযোগিতা নিয়ে খুনের মামলায় জড়িত থাকার অভিযোগে আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। পাশাপাশি ধৃতের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার, ব্রাউন সুগার সহ বেশ কিছু মামলাও রুজু করা হয়েছে। দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত এই আসাদুল্লাহর সাকরেদদের খোঁজে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান। এদিকে,ভাঙ্গন কবলিত এলাকার মানুষের পাশে না দাঁড়িয়ে যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফালতু মিছিল করেছ তাহলে মাটি খুঁড়ে পুঁতে দেব। ফের বিরোধীদের হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির(Abdur Rahim Bakshi)। মালদার বৈষ্ণবনগরে গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্না মঞ্চ চলছিল।সেই ধরনা মঞ্চ থেকেই বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির।ভাঙ্গন কবলিত এলাকা রতুয়া মানিকচক বৈষ্ণবনগর মোথাবাড়ি ফারাক্কা সামরগঞ্জ কোন আন্দোলন সিপিআইএম এর নাই,কোন আন্দোলন বিজেপির নাই,কোন আন্দোলন বিজেপির নাই।

গরিব মানুষেরা বাস্তহারা হচ্ছে। গরিব মানুষ মৃত্যুর মুখে চলে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন গঙ্গার ভাঙনের শেষ থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। সিপিএম বিজেপি বন্ধুদের কংগ্রেস বন্ধুদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিভিন্ন পরিকল্পনা নিয়ে মানুষের হাতে কাজ তুলে দিচ্ছেন। সরাসরি মানুষের পাশে পৌঁছাচ্ছেন। পশ্চিমবঙ্গটাকে শান্তি পরিবেশ তৈরি করেছে। প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। সেই মমতা ব্যানার্জি সরকারকে ভেঙে ফেলতে হবে। ঘৃন্ন চক্রান্ত করছেন তাদের আর কোন কাজ নেই। বন্ধু সিপিএম বন্ধু বিজেপি বন্ধু কংগ্রেস ভাঙ্গন কবলিত এলাকার মানুষ মানুষের পাশে না দাঁড়িয়ে যদি ফালতু মিছিল করার চেষ্টা করেছো রাজ্য সরকারের বিরুদ্ধে মাটি খুঁড়ে পুঁতে দেব মাটিতে। তৃণমূল কংগ্রেস আর পিছিয়ে থাকবেন জেনে রাখো বন্ধু সিপিএম এবং বিজেপি। যদি কোন সদর উত্তর না পায়। জিএম কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি আমার জীবনকে বিসর্জন করে সেই জি এম কে সাথে নিয়ে নদীতে ঝাঁপ দেব। তিনিও শেষ আমিও শেষ এই প্রতিজ্ঞা গ্রহণ করব মালদা মুর্শিদাবাদের মানুষেরা এই সভা থেকে। এইরকম চা খেয়ে আর জিএম এর অফিস থেকে ফিরে আসব না। আমরা অনুরোধ করব যে আমি সাহেবের সাথে দেখা করবে। মালদা মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস যৌথভাবে বৈঠক করে কর্মসূচি গ্রহণ করবো।

সবাইকে পেতে চায় বন্ধু।পাল্টা মালদা উত্তরের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তিনি যে বলছেন বিশেষ করে সাংসদ বাকি জনপ্রতিনিধিদের মাটিতে পুঁতে দেবেন শুধু জনপ্রতিনিধি কেন তিনি যে কোন কর্মীদের গায়ে হাত দিয়ে দেখান তারপর মানুষ কি করেন সেটাও তিনি টের পাবেন। জি এম কে তারা কি করবেন সেটা তাদের গণতান্ত্রিক আন্দোলন। সেটার আন্দোলন করুন। কিন্তু যে ধরনের হুমকি প্রদর্শন করছেন সেটা যেন মাথায় থাকে ফারাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। সিআইএসএফের লম্বালম্বা লাঠি সেই লাঠিগুলোর দিকে একবার চোখটা বুলিয়ে নিন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

বাড়ির ৪০০ বছরের পুজোতে আজও নস্টালজিয়ায় ভাসেন মালা রায়

রাত করে বাড়ি ফেরায় বকুনি, মাকে খুনের চেষ্টার পরেও গায়ে আগুন মেয়ের

মুখ্যমন্ত্রীকে ইমেল Joint Platform of Doctors’র, বিকালে জমায়েতের ডাক

শক্তিগড়ে পথ দুর্ঘটনার বলি চিকিৎসকের স্ত্রী ও মেয়ে

সাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্মচাপ, ভাসবে গোটা বাংলা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর