এই মুহূর্তে




কল্যাণীর বাজি কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ




নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়ংকর বিস্ফোরণ। চার জনের মৃত্যু হয়। এই কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক খোকন বিশ্বাস ওরফে সাধন বিশ্বাসকে(Khokon Biswas) শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ। দুপুর থেকেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ। প্রথমে ওই কারখানার মালিক একজন মহিলা বলে পুলিশ জানতে পারে। ওই কারখানাতে অধিকাংশ মহিলারাই কাজ করতেন। কারখানার বৈধ কাগজপত্র নেই বলে পুলিশ জানতে পেরেছে। ঘিঞ্জি এলাকায় এইরকম একটি বাজির কারখানা চালানোর অপরাধে খোকন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। মেদিনীপুরের বিস্ফোরণের পর থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া ছিল এলাকায় কোনরকম জনবসতিপূর্ণ জায়গায় বেআইনি বাজির কারখানা থাকবে না।

মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেও কখনো মহেশতলা, কখনো ডায়মন্ড হারবার, কখনো বারাসতে দত্তপুকুর এবং অবশেষে কল্যাণীতে(Kalyani) বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণ ঘটে এবং একাধিক জনের জীবন হানি হয়। শুক্রবার বিকেলে বিস্ফোরণের পর ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন বিজেপির দুই বিধায়ক অম্বিকা রায় ও বঙ্কিম হাজরা। এলাকার মানুষজন রাজনীতি নয় এই বিপদের সময় প্রশাসনের সহযোগিতা দাবি করতে থাকেন।কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতরা হলেনভারতী চৌধুরী( ৬০),রুমা সোনার (৩৫)অঞ্জলি বিশ্বাস (৬০) ওদুর্গা সাহা (৪০)।উজ্জ্বলা ভূঁইয়া (৪০) আহত। শুক্রবার দুপুরে বিস্ফোরণের পর ওই বাজি কারখানাটিতে আগুন লেগে যায়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। ওই কারখানার মধ্যে থেকে একাধিক ঝলসানো দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানা সহ বিশাল পুলিশ ফোর্স। কি করে ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এই বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কল্যাণীতে যে বাজি কারখানায় বিস্ফোরণ লেগে আগুন ধরে যায় সেই এলাকাটি এত ঘিঞ্জি সেখানে ঘটনাস্থলে পৌঁছতে রীতিমত বেগ পেতে হয় দমকল ও পুলিশকে। যে চার জনের মৃতদেহ ওই পুড়ে যাওয়া কারখানা থেকে উদ্ধার করা হয় তার মধ্যে তিনটি মহিলার দেহ এবং একটি পুরুষের দেহ।স্থানীয় মানুষের অভিযোগ এই রথতলার ঘিঞ্জি এলাকায় পরপর বেশ কিছু বাড়িতে বাজি কারখানা রয়েছে। এই এলাকায় প্রায় কুটির শিল্পের মত অনেকেই এই বাজি তৈরি করে উপার্জন করে।জনবহুল এই এলাকায় দমকলের হোস পাইপ পৌঁছানো যায়নি। বালতি করে জল নিয়ে দমকল কর্মীরা ওই কারখানার আগুন নেভায়। জানা গেছে, যে কারখানাটি বিস্ফোরণে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় সেই কারখানা মালিক খোকন বিশ্বাস।

তাকে পুলিশ শুক্রবার সন্ধ্যে নাগাদ গ্রেফতার করতে সক্ষম হয়।ওই কারখানা থেকে পুড়ে যাওয়া এক মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে কল্যাণীর জে এন এম হাসপাতালে পাঠায়।কারখানাটিতে মহিলারাই বেশি কাজ করতেন। শুক্রবার দুপুরে বাজি তৈরি করার সময় অসাবধানতার বসেই এই বিস্ফোরণ ঘটে।ঘটনাস্থলে জেলার পুলিশ সুপার সহ পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন। বাজি কারখানার মহিলা মালিককে খোঁজা হচ্ছে। মহেশতলা, ডায়মন্ড হারবার এবং মেদিনীপুরের পর বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো কল্যাণীতে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাক্টরের সঙ্গে বাইকের ভয়াবহ সংঘর্ষে মৃত্যু যুবকের, গুরুতর জখম আরও ২

বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েও কেন কাজ করাননি? বাড়ি-বাড়ি গিয়ে ধমক বিডিও’র

সৎ ভাইকে গঙ্গায় ফেলে দিয়ে গা ঢাকা, অবশেষে গ্রেফতার দাদা, তোলপাড় নবদ্বীপ

সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

পণের টাকা দিতে না পারায় লাগাতার যৌন নির্যাতন, স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামীর বিরুদ্ধে

ঈদে ছুটির কারণে শনিবারও হবে আর্থিক লেনদেন,বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর