-273ºc,
Friday, 2nd June, 2023 9:05 pm
নিজস্ব প্রতিনিধি, কাটোয়া: কাটোয়ার দাঁইহাট বাসস্ট্যান্ড এলাকাতে ভিন রাজ্যের মাদক পাচার চক্রের হদিশ পেল পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার হয় চার মণিপুরী মাদক পাচারকারী। আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার করে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে পুলিশ ১১ দিনের হেফাজতে নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে কাটোয়া থানার(Katwa Police Station) পুলিশ রবিবার গভীর রাতে হানা দেয় দাঁইহাট বাস স্ট্যান্ড মোড়ে সেখানে তখন চারজন যুবক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল । হাতেনাতে তাদের ধরার পর তল্লাশি করেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়। ধৃতরা সকলেই মনিপুরের(Manipur) বাসিন্দা ।
ধৃতদের নাম সইখম রোহন কুমার সিং(৩২), লাইস রাম বিজয় সিং(৩১), সংগম সুমফাম নাসির আলী(৪১), ইয়েনখোম প্রেমচন্দ্র সিং(২৭)। ধৃতদের কাছ থেকে পুলিশ ১৩ লক্ষ ৯৫ হাজার টাকাও উদ্ধার করেছে। আটক করা হয়েছে একটি দামি চারচাকা গাড়ি। ধৃতদের সোমবার আদালতে পেশ করে পুলিশ ১৫ দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক তদন্তের সাথে ধৃতদের ১১ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের সঙ্গে আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের কাদের যোগাযোগ রয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ধৃতরা ওই এলাকায় কোথায় মাদক(Narcotic) পাচার করতে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ ও কাটোয়া থানার পুলিশ যৌথভাবে হানা দেয় পঞ্চাননতলা বাস স্ট্যান্ড লাগোয়া বাদশা মল্লিক এর বাড়িতে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি হেরোইন উদ্ধার হয়। গ্রেপ্তার হয় বাদশা(Badsa)। বাদশাকে জেরা করেই মনিপুরের এই চক্রের সন্ধান পায় পুলিশ। অবশেষে রবিবার রাতে দাঁইহাট বাসস্ট্যান্ডের কাছে ধরা পড়ে ওই মনিপুরী চক্রটি।