এই মুহূর্তে




রাজ্যে SIR হলে কোন বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না : মনোজ আগরওয়াল

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: রাজ্যে এস আই আর এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফরে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ ৪ সদস্যের প্রতিনিধিদল। বৃহস্পতিবার কোলাঘাটে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর কে নিয়ে বৈঠক করার পর বেশ কিছু বার্তা দিয়ে গিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বৃহস্পতিবারের বৈঠক ছিল মোট দুই দফায়। প্রথমে বৈঠক হয় জেলাশাসক, পুলিশ সুপার, ই আর ও, এ ই আর ও, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ইলেকশন সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক কাকলি মুখোপাধ্যায়, ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায় সহ অনেকেই।

এই বৈঠকের পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক(CEO) মনোজ কুমার আগরওয়াল পরিষ্কার জানিয়ে দেন রাজ্যে এস আই আর হলে ভোটার তালিকা থেকে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এস আই আর এর জন্য যারা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে সেই বুথ লেভেল অফিসারদের নিয়েই মূলত এদিনের বৈঠক হয় ।যদিও ই আর ও এবং এ ই আর ও রাও উপস্থিত ছিলেন এদিন। সম্প্রতি বিহারে যে পদ্ধতি অনুসরণ করে এস আই আর শেষ করা হয়েছে ঠিক একই পদ্ধতি অনুসরণ করেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই এস আই আর এর কাজ করা হবে বলে জানানো হয়। পাশাপাশি কমিশনের তরফে বৃহস্পতিবার আবারো কড়া বার্তা দিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার(Deputy Election Comissionar) জ্ঞানেশ ভারতী। নির্বাচন কমিশনের যে নির্দেশ আছে সেই নির্দেশকেই মান্যতা দিতে হবে এবং তা সম্পূর্ণরূপে পালন করতে হবে। অন্যথা নির্বাচন কমিশন আইনানুগ ভাবে পদক্ষেপ করতে বাধ্য থাকবে।

অন্যদিকে, বুথ লেভেল অফিসারদের যেসব প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের নিরসন হয়েছে বলেই বুথ লেভেল অফিসাররা জানিয়েছেন। সাম্প্রতিক অতীতে পঞ্চায়েত নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে ভোটের ডিউটি করতে গিয়ে ভোট কর্মীদের কখনও প্রাণ হানির মতো ঘটনা ঘটেছে তো কখনও আবার রাজনৈতিক সন্ত্রাসের মুখে পড়তে হয়েছে। আর এই জায়গা থেকেই বুথ লেভেল অফিসারদের কাছে বড় প্রশ্ন ছিল তাঁদের নিরাপত্তা নিয়ে। সেই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী(Ganesh Bharati) পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্যের উপরেই বর্তায়। তারপরেও নির্বাচন কমিশন কড়া দৃষ্টি দিয়ে প্রতিমুহূর্তেই সবকিছুকেই পর্যবেক্ষণ করে চলেছে। দুদিনের সফর শেষ করে দিল্লি ফিরে গেলেও আদপে রাজ্য সহ গোটা দেশে কবে এস আই আর এর কাজ শুরু হবে তার কোন সদুত্তর মেলেনি। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন। এখন দেখার বিষয় বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে পশ্চিমবঙ্গে কতটা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে এই কাজ সম্পন্ন করতে সক্ষম হয় নির্বাচন কমিশন।

এদিকে, এস আই আর নিয়ে 3 জেলার BLO দের নিয়ে মুখ্য এবং রাজ্য নির্বাচন কমিশনার এর দ্বিতীয় দফার বৈঠক ইতিমধ্যেই শেষ হলো।BLO দের সাথে বৈঠকে আইটি নেটওয়ার্ক , বিএলও APPS কিভাবে কাজ করবে সেই সম্পর্কিত আলোচনা হয়। বৃহস্পতিবার শুধুমাত্র আলোচনা হয়েছে, পরের বার অ্যাপস নিয়ে ট্রেনিং হবে।SIR এ আধার বৈধ কিনা সেই বিষয়ে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগারওয়াল। তিনি বলেন কোন বৈধ ভোটার বাদ যাবে না। আধার বিষয়ক আইনে যেটা আছে সেটাই হবে। যাদের শুধুমাত্র আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্ট লিংক থাকতে হবে।যাদের 2002 সালে SIR এ নাম ছিল,যারা সরকারি আধিকারিক তাদের কোনো ডকুমেন্ট লাগবেনা।বিভিন্ন প্রশ্ন BLO দের তরফ থেকে কমিশনারদের প্রতি ছিল, কিভাবে তারা ফরম 7,ফরম 8 ফাইল করবে, সেই প্রশ্নের নিরসন করা হয়। ২০০২ সালের লিস্টে যাদের নাম থাকবে না সেক্ষেত্রে তাদের কিছু ডকুমেন্টস দিলেই নাম নথিভুক্ত হয়ে যাবে।সেক্ষেত্রে *নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে আশ্বস্ত হলেন BLO রা। যেহেতু তারা সরাসরি জনসংযোগ করবেন সেক্ষেত্রে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ শেষ হবে বলে আশাবাদী তারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রী পুত্রের নথিতে গোলমাল, দেশছাড়া হতে হবে, SIR আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ