এই মুহূর্তে

উত্তরবঙ্গের মানুষ বনধ্ প্রত্যাখ্যান করবে : ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের মানুষ বনধ্ প্রত্যাখ্যান করবে। উত্তরবঙ্গে পুলিশ যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী স্ট্রং একশন নিয়েছেন। পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। সেখানে যা যা বিভাগীয় ব্যবস্থা না হবে তা আদালত কে অবশ্যই জানানো হবে। কিন্তু বনধ্ করে মানুষকে পিছিয়ে দিয়ে যারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন তাদের স্বার্থসিদ্ধি হবে না। কিন্তু বনধ্ করে বাংলাকে পিছিয়ে দেওয়ার রাজনীতি মানুষ মেনে নেবে না।বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গে শুক্রবার যে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি, সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানান, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

বীরভূমের(Birbhum) সভা থেকে শুভেন্দু অধিকারীর মন্তব্য ১০০ জনের কাছে ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে। বিরোধী দলনেতার এই মন্তব্য প্রসঙ্গে মেয়র বলেন, আমি বুঝতে পারছি না তদন্ত এজেন্সি করছে নাকি ওনারা করছেন। কারা তদন্ত করছে জানিনা। আদালতের এটা দেখা উচিত। তদন্তে কার নাম উঠে আসবে তা এজেন্সি এবং আদালত জানার আগেই দল জেনে যাচ্ছে কিভাবে। সুকন্যা মন্ডলের(Sukayanna Mandol) গ্রেফতার প্রসঙ্গে, ফিরহাদ বলেন, অত্যন্ত দুঃখের বিষয়,অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের বাড়ির সন্তানদের নিয়ে প্রতিহিংসার রাজনীতি না করা ভালো। ওর মা দীর্ঘদিন অসুস্থ ছিল। দু’বছর মায়ের সঙ্গে ছিল মেয়েটি। মা মারা গেল। বাবা গ্রেফতার হলো। তারপর ওর সঙ্গে এটা হল। মেয়েটির মনের ওপর দিয়ে কি যাচ্ছে আমি বাবা হিসেবে অনুভব করতে পারছি।
শুভেন্দু অধিকারীর রাজ্যপাল(Govonor) রাজ্যের সঙ্গে মিশে বেআইনি কাজ করছেন মন্তব্য প্রসঙ্গে, মেয়র বলেন, এটা ঠিক নয় ।রাজ্যপালের পদ সাংবিধানিক। আর উনি যেটা বলছেন এগুলো উচিত না। আমি এটা সমর্থন করি না।

কালিয়াগঞ্জ (Kaliyaganj)এর সুকান্ত মজুমদারের উল্লেখ পুলিশ গুলি চালিয়েছে এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র বলেন, উত্তেজনা সৃষ্টি করে মানুষের সমর্থন পাওয়া যায় না। সাময়িকভাবে মনে হয় হইহই হচ্ছে। কিন্তু শান্তির মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায় করতে হয়। যারা উত্তেজনা সৃষ্টি করে তারা কখনোই দেশের এবং রাজ্যের ভালো চায় না। উত্তরবঙ্গে(NorthBengal) বিজেপির ডাকা বনধ্ প্রসঙ্গে মেয়র বলেন, বনধ প্রত্যাখ্যান করবে মানুষ। বাংলার মানুষ এখন আর বনধ্ হরতালের রাজনীতি পছন্দ করে না। যেটা কালিয়াগঞ্জে হয়েছে সেটা অন্যায় হয়েছে। পুলিশ যা করেছে তার জন্য সাসপেন্ড হয়েছে। মুখ্যমন্ত্রী কঠিন পদক্ষেপ নিয়েছেন। ডিপার্টমেন্টাল প্রসিডিং যা হবে তা হবে আমরা সেটা কোর্টকে জানাবো। কিন্তু বনধ্ করে বাংলাকে পিছিয়ে দেওয়ার রাজনীতি মানুষ মেনে নেবে না।পঞ্চায়েতের আগে মানুষ কি তৃণমূলের সঙ্গে আছে? এই প্রসঙ্গে মেয়র বলেন,২০২১ সালে ২০৫ যারা বলেছিল তারা পগার পার হয়ে গেছে। অবকি বার ২০০ পর হয়ে গেল পগার পার। এবার বলছে ৩৫ ,হয়ে যাবে ফিনিশ মন্তব্য ফিরহাদ হাকিমের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গার্ডেনরিচের ঘটনার জেরে একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

টিকিট না পাওয়ায় বিজেপি ছাড়তে পারেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

নির্ধারিত সময়েই ‘বন্ড’ তথ্য প্রকাশ, আশ্বাস প্রধান নির্বাচন কমিশনারের

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশের জের, ২ ম্যাচে নিষিদ্ধ লঙ্কা অধিনায়ক

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে রাষ্ট্রসংঘে

রাজকোটে দুই পেসার নিয়ে খেলতে নামছে ইংল্যান্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর