এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নাগপুর থেকে সবুজ আতশবাজি তৈরি শেখাতে প্রশিক্ষকরা কলকাতায় আসছেন

সুব্রত রায়: এবার রাজ্যের আতশবাজি তৈরি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। আগামী দু মাস জেলায় জেলায় বিশেষ ক্যাম্প তৈরি করে আতশবাজি শিল্পের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের কিভাবে পরিবেশবান্ধব সবুজ আতশবাজি(Green Firecrackers) তৈরি করতে হয় সেই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ দিতে নাগপুর থেকে আসছেন ২২ জন পরিবেশবান্ধব আতশবাজি তৈরীর দক্ষ প্রশিক্ষক। তারাই আগামী জুন ও জুলাই মাস জেলায় জেলায় ঘুরে এই প্রশিক্ষণ দেবেন।

এগরার বেআইনি আতশবাজি কারখানায়(Firecrackers Factory) বিস্ফোরণের পর একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সেই পদক্ষেপের অন্যতম সিদ্ধান্ত রাজ্যে পরিবেশবান্ধব আতশবাজি ‘ক্লাস্টার’ করা। ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, নাগপুর থেকে পরিবেশবান্ধব আতশবাজি তৈরির জন্য বিশেষ প্রশিক্ষকদের নিয়ে আসা হবে। তাঁরাই আগামী দু’মাস জেলায় জেলায় গিয়ে সরকারি তত্ত্বাবধানে পরিবেশবান্ধব সবুজ আতশবাজি তৈরির প্রশিক্ষণ দেবেন। শনিবার এগরায় গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ‘‘গ্রিন ক্র্যাকার, যা মানুষের কাজে লাগে, অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ক্লাস্টার তৈরি করা হবে। জনবসতি থেকে একটু দূরে আমরা করে দেব।’’ তিনি আরও বলেন, ‘‘বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়েছি। বেআইনি বাজি কারখানা রুখতে তৈরি হবে পরিবেশবান্ধব বাজি তৈরির ক্লাস্টার।’’তার আগে গত সপ্তাহে এই বিষয়ে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যসচিবকে(CS)। বিভিন্ন দফতরের প্রধান সচিবদের নিয়ে একটি কমিটিও গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী।

গত বৃহস্পতিবার এই সংক্রান্ত বিষয় ওই কমিটি একটি বৈঠক করে। পরে পশ্চিমবঙ্গের আতশবাজি ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক হয় মুখ্যসচিবের। সেখানেই ঠিক হয়েছে আগামী জুন এবং জুলাই মাস ধরে রাজ্য জুড়ে সরকারি তত্ত্বাবধানে পরিবেশবান্ধব সবুজ আতশবাজি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, মাত্র কয়েক দিনে ৩০ হাজার মানুষ এই প্রশিক্ষণ নিতে আবেদন জানিয়েছে। প্রত্যেক জেলার ক্ষেত্রে একটি করে কমিটি তৈরি হয়েছে, মুখ্যসচিবের নেতৃত্বাধীন সেই কমিটিতে রাখা হয়েছে রাজ্য পুলিশের ডিজি, দমকল সচিব পরিবেশ সচিব ও ক্ষুদ্র কুটির শিল্প দফতরের সচিবকে। জেলাভিত্তিক এই কমিটিতে জুড়ে দেওয়া হবে জেলাশাসকদের। মূলত এই কমিটির অধীনেই জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির হবে।নাগপুর থেকে প্রশিক্ষণ দিতে আসবেন ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের সদস্যরা।

আপাতত ঠিক হয়েছে, জাতীয় স্তরের এই সংস্থার সদস্যরা আগামী দু’মাস পশ্চিমবঙ্গে থেকে প্রশিক্ষণ দেবেন। তবে আতশবাজি ব্যবসায়ীদের দাবি, কমপক্ষে ১০ লক্ষ মানুষ আতশবাজি ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান। তাই এই প্রশিক্ষণ শিবিরের মেয়াদ বাড়িয়ে ছ’মাস করা হোক। আগামী দিনে যে তারা এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন সারা বাংলার আতশবাজি উন্নয়ন সমিতির সভাপতি বাবলা রায়(Babla Roy)। তাঁর কথায়, ‘‘সরকারি উদ্যোগে এমন সুযোগ পাওয়া যাচ্ছে, এটা অত্যন্ত ভাল বিষয়। তাই বহু অল্পবয়সি যুবক-যুবতী এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন। তাই পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ শিবিরের মেয়াদ যাতে বাড়ানো হয়, সেই বিষয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাব।’’ আগামী উৎসবের মরশুমে যাতে আতশবাজির বাজারে ঘাটতি না পড়ে, সেই বিষয়টিও নজরে রাখছেন আতশবাজি ব্যবসায়ীরা।বাবলা রায় আরো জানান, মোট তিনটি স্তরে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম দফায় এই ব্যবসায় যারা মূল যুক্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয় স্তরে এই শিল্পে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সহ যারা এই শিল্পে উৎপাদনে যুক্ত তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তৃতীয় স্তরে আতশবাজি পার্ক এবং হাবের সঙ্গে যুক্ত যারা তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জেনে নিন মকর রাশির কিছু অজানা দিক, না মানলেই বিপদ

এসি ছাড়াই নিমেষে ঠান্ডা রাখবে ঘর, জেনে নিন কিছু গোপন মন্ত্র

এসি থেকে বাইরে বেরোলে নাকের মধ্যে সুড়সুড়ি, জেনে নিন কি করবেন

মুম্বইতে ৪৫ কোটির বাংলো কিনলেন পূজা হেগড়ে

এক জোট না হওয়ায় ক্ষমতা হারাচ্ছে বিরোধীরা, ভোটের মুখে মন্তব্য অমর্ত্যর

গার্ডেনরিচের ঘটনার জেরে একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর