23ºc, Haze
Thursday, 23rd March, 2023 5:05 am
নিজস্ব প্রতিনিধি:বুধবার শহরের বুকে ২০১৪ -র টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ রুখতে ধৈর্য ও বুদ্ধির পরিচয় দিল কলকাতা পুলিশ(Kolkata Police)। ব্যস্ত এক্সাইড মোড়ে বিক্ষোভকারীদের হটাতে গিয়ে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয়। মহিলা পুলিশ কর্মীদের পোশাক ছিড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আন্দোলনে জঙ্গি রূপ আনতে পুলিশের প্রিজন ভ্যানের নিচে চাকার তলায় শুয়ে পড়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের বাধা পেয়ে এরপর বিক্ষোভকারীদের আরেকটি দল পৌঁছে যায় ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee) এর অফিসের সামনে।
সেখানেও গোলমাল পাকানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। কিন্তু ঘটনাস্থলে থাকা পাঁচজন আইপিএস অফিসার সহ কলকাতা পুলিশের কয়েকশো ফোর্স ধৈর্য ধরে গোটা পরিস্থিতি মোকাবেলা করেন। এই কর্ম দক্ষতাকে সাধুবাদ জানিয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ অফিসাররা। বিক্ষোভকারীদের ফাঁদে পা না দিয়ে, কোনরকম উত্তেজিত না হয়ে ,লাঠিচার্জ(Lathi Charge) না করে, শুধুমাত্র বিক্ষোভকারীদের বুদ্ধি বলে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার বিষয়টিকে যথেষ্ট প্রশংসনীয় বলেই মনে করছেন প্রাক্তন পুলিশ অফিসাররা।
শহরে দফায় দফায় বুধবার স্বাভাবিক যান চলাচল ব্যাহত হলেও তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি কলকাতা পুলিশ। বিক্ষোভকারীদের মধ্যে থেকে রাজনৈতিকভাবে গোটা ঘটনাটিকে রক্তাক্ত বা জঙ্গির রূপ দেওয়ার যে চেষ্টা হয়, তা কলকাতা পুলিশের বর্তমান অফিসাররা যেভাবে বুদ্ধির সঙ্গে মোকাবেলা করেছেন তা প্রশংসনীয় বলে মনে করছে শহরবাসীও। লালবাজার(Lalbazar) থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ দেখানোর অভিযোগে প্রায় ২৯০ জন চাকরি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।