এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনটুকু বোধ করে না : শান্তনু সেন

নিজস্ব প্রতিনিধি:পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল, আসছেন না অমিত শাহ। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন,
দেখুন কোথাও একটা মনে হচ্ছিল ওরা সামান্য একটু হলেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পুনঃ মুষিক ভব। তারা ক্ষমতার দম্ভ কায়েম করতে এতটাই ব্যস্ত ,তারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন এতোটুকু বোধ করে না। তারা এক তরফা সিদ্ধান্ত নিচ্ছে বিএসএফের(BSF) এলাকা বৃদ্ধি থেকে শুরু করে এন আই এর প্রতি রাজ্যে ইউনিট গড়ে তোলা। একতরফা সিদ্ধান্ত সমস্ত রাজ্যের পুলিশের উর্দি একরকম হবে। আমরা ইউনিটি ডাইভারসিটিতে বিশ্বাস করি। সেখানে দাঁড়িয়ে ওরা একটাই ভাষা একটাই দল একটাই ধর্ম থাকবে এই নীতিতে বিশ্বাস করে। আমরা ব্যক্তিগতভাবে আতঙ্কিত।

যেভাবে গুজরাটের স্টেডিয়াম নিজের নামে প্রধানমন্ত্রী করে নিচ্ছেন, নিজের জন্মদিনে মেডিকেল কলেজের নাম নিজের নামে করে নেয়। আমরা আতঙ্কে আছি। আবার ক্ষমতায় আসলে আইন সংশোধন করে ভারতবর্ষের নাম চেঞ্জ করে নরেন্দ্র মোদি বর্ষ করে দেবেন। কেন্দ্রে থাকা বিজেপি সরকারকে বিঁধে মন্তব্য শান্তনু সেনের(Santanu Sen)।নরেন্দ্রপুর এ ঘটনায় পিছনে রয়েছে এলাকা দখল এবং ভেরি দখলের লড়াই অভিযোগ তৃণমূলের একাংশের। এই প্রসঙ্গে তৃণমূলের সাংসদ বলেন, প্রথম কথা হল এটা একটা সামাজিক অপরাধমূলক ঘটনা ।এর মধ্যে রাজনৈতিক কোন বিষয় নেই। কোন দুটো বন্ধুর মধ্যে বা দুটো ব্যবসায়ীর মধ্যে তাদের রেষারেষির ফলে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। ভারতের জনতা পার্টি যারা জনবিচ্ছিন্ন, যাদের রাজনৈতিক দৈনতা প্রকাশ্যে চলে এসেছে, যারা অন্তর্দ্বন্দ্ব এ জেরবার, তারা শুধুমাত্র কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কে আহত হচ্ছে , সেই নিয়ে রাজনীতি করে ভেসে থাকতে চাইছে। এটা একটা ঘটনা মাত্র আমাদের সরকার, প্রশাসন যথেষ্ট দক্ষ। এটা বিজেপি শাসিত রাজ্য গুলোর মত নয় এনকাউন্টারের নামে দোষীদের মেরে দেয় বা পক্ষপাত মূলক আচরণ করে। এখানে যাই ঘটুক না কেন নিরপেক্ষভাবে বিচার করে দোষীদের চিহ্নিত করে সাজা দেওয়া হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

দক্ষিণ ২৪ পরগনায় আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার বিরোধীরা বলছে পঞ্চায়েত ভোটের আগে মজুদ করছে শাসক দল। এই প্রসঙ্গে শান্তনু সেনের মন্তব্য হলো,
প্রথম কথা যারা উদ্ধার করছে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। যে রাজনৈতিক দলটার জন্ম হয়েছে ২০০২ সালে ২ হাজার মানুষকে খুন করে রক্তাক্ত হাতে এরা সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনীতিতে বেঁচে থাকতে চায়, যারা রাজনৈতিক আন্দোলনের নামে গুন্ডা ভাড়া করে এনে রাজনৈতিক সন্ত্রাস চালায়, যারা বলে চোখ উপড়ে নেব, বুকে পা তুলে দেব, গর্ত করে মাটিতে পুঁতে দেব, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্রের শান্তি প্রতিষ্ঠা করেছেন। এখানে গণতান্ত্রিক সরকার চলে গণতান্ত্রিক নিয়মে সরকার চলে।
৪২ হাজার পার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রাজ্যে। বিরোধীরা বলছে রাজ্য প্রশাসন ,কলকাতা পুরসভার(KMC) সবাই ব্যর্থ ডেঙ্গু মোকাবিলায়।
রাজ্যসভার সাংসদের মন্তব্য, শুনুন এটা পশ্চিমবঙ্গ সরকার। সরকার তথ্য জ্ঞাপন করে না, আমরা দেখেছি করোনার সময় ৪৫ লক্ষ লোক মারা গিয়েছিল কিন্তু ভারত সরকার ডব্লিউএইচওকে মাত্র সাড়ে ৪ লক্ষ লোকের মৃত্যুর খবর জানায়। আজকে সংবাদ মাধ্যমে রিপোর্ট বলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে তবে এটা ঠিক যে ১০০ শতাংশ ডেঙ্গু (Dengu)হচ্ছে না এটা কেউ বলবে না। সরকার প্রশাসন সবাই তৎপর নতুন ধরনের ডেঙ্গু হচ্ছে। তবে একটা কথা বলবো মানুষকে সচেতন হতে হবে, না হলে আমরা ১০০ শতাংশ ডেঙ্গু মুক্ত হতে পারব না।শান্তনু সেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) রাজ্যের রিজার্ভ ব্যাংকের কাছে ঋণ চাওয়ার প্রসঙ্গে প্রসঙ্গে বলেন, বিরোধীদলের নেতাকে স্মরণ করে দিই যে, এই মুহূর্তে ভারতবর্ষে আন্তর্জাতিক ঋণের পরিমাণ ৬১৭ মিলিয়ন ইউএস ডলার। তাকে এটাও স্মরণ করে দিই যে, মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) যখন ৩৪ বছরের বামপন্থীদের সরকার ভেঙে ছিলেন তখন ঋণের বোঝা ছিল ২ লক্ষ ৩ হাজর কোটি টাকা। সেই সময় জিডিপি এবং লোনের পরিমাণ ছিল ৪৩। এখন সেই পরিমাণ কমে হয়েছে ৩২ থেকে ৩৩। পাশাপাশি এটা ও মনে করে দিই যে, এই মুহূর্তে রাজ্যের কেন্দ্রের কাছে পাওনা প্রায় ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। সেটা যদি পাওয়া যেত তাহলে বাংলাকে ঋণ নিতে হত না। রাজনীতি প্রতিহিংসা প্রয়াণে বাংলাকে ব্লক করে রেখেছে কেন্দ্র(Central)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এসি ছাড়াই নিমেষে ঠান্ডা রাখবে ঘর, জেনে নিন কিছু গোপন মন্ত্র

এসি থেকে বাইরে বেরোলে নাকের মধ্যে সুড়সুড়ি, জেনে নিন কি করবেন

মুম্বইতে ৪৫ কোটির বাংলো কিনলেন পূজা হেগড়ে

এক জোট না হওয়ায় ক্ষমতা হারাচ্ছে বিরোধীরা, ভোটের মুখে মন্তব্য অমর্ত্যর

গার্ডেনরিচের ঘটনার জেরে একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

টিকিট না পাওয়ায় বিজেপি ছাড়তে পারেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর