এই মুহূর্তে

৩ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব এল বাংলায়

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক বললেও কম বলা হবে, কার্যত রেকর্ড গড়ল ষষ্ঠ বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন(Bengal Global Business Summit)। কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন ছিল বৃহস্পতিবার। আর সেই শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিলেন, এবারের সম্মেলন থেকে বাংলায় ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব(Investment Proposal) এসেছে যা ৪০ লক্ষ কর্মসংস্থানের(Jobs) সৃষ্টি করবে। এবারের মতো এত বেশি মাত্রায় বিনিয়োগ প্রস্তাব এর আগের কোনও সম্মেলন থেকেই আসেনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিলেন আগামী বছরের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসবে ১ থেকে ৩ ফেব্রুয়ারি। সেই সঙ্গে গর্বিত কন্ঠে জানিয়ে দিলেন বাংলায় আসা বিনিয়োগ প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে আগামী ১০ বছর বাদে বাংলা দেশের সব রাজ্যের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে।

২০১৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ওই বছর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্য সরকারের কাছে ২ লক্ষ ৪৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। পরের বছর অর্থাৎ ২০১৬ সালে মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত দ্বিতীয় বিশ্ববঙ্গ সম্মেলনে রাজ্য সরকারের কাছে ২ লক্ষ ৫০ হাজার ২৫৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আসে। তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলনের আসর বসেছিল মিলন মেলা প্রাঙ্গণেই ২০১৭ সালে। সেই সম্মেলনে রাজ্য সরকারের কাছে ২ লক্ষ ৩৫ হাজার ২৯০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে। ২০১৮ সালে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসেছিল চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর। সেই সম্মেলনে রাজ্যের শিল্প ও পরিকাঠামোগত ক্ষেত্রে ১৪৫.৯৩ বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস এসেছিল। পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বসেছিল ২০১৯ সালে। সেবার রাজ্য সরকারের কাছে ভারতীয় মুদ্রায় ২.৮৪ ট্রিলিয়ন অর্থ বিনিয়োগের প্রস্তাব এসেছিল। আর এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এবারের বিনিয়োগের প্রস্তাব সব রেকর্ড ভেঙে দিয়েছে। কেননা এবার ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে রাজ্য সরকারের কাছে। যা এখনও পর্যন্ত বিগত পাঁচটা বাণিজ্য সম্মেলনের থেকে সব থেকে বেশি বিনিয়োগের প্রস্তাব।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ‘এ বারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ১৩৭টি মউ স্বাক্ষর হয়েছে। রাজ্যে বিনিয়োগ করেছে ফ্লিপকার্ট, ইনফোসিসের মতো সংস্থা। অন্ডাল এবং বাগডোগরায় আন্তর্জাতিক বিমান বন্দর হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে অনেকগুলি রফতানি কেন্দ্র তৈরি করতে হবে। যাতে দ্রুত বাংলার উৎপাদন বিদেশে পৌঁছে দেওয়া যায়। পশ্চিমবঙ্গে রফতানি হাব তৈরি করার অনুকূল পরিবেশ রয়েছে। বাংলার লক্ষ্য শিল্প। আর তার জন্য, সবরকম সাহায্য করতে প্রস্তুত রাজ্য সরকার। এমন ভাবে শিল্প গড়তে হবে যাতে ১০ বছর বাদে বাংলা যেন দেশের অন্য সব রাজ্যের থেকে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। বাংলায় যা বিনিয়োগের প্রস্তাব এসেছে তা বাস্তবায়িত হলে ১০ বছরে অন্য রাজ্যগুলির ধরা ছোঁওয়ার বাইরে চলে যাবে বাংলা। আমরা যেন ১০ বছরে এমন জায়গায় পৌঁছে যাই যে অন্য রাজ্যগুলি আমাদের ছুঁতেও না পারে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গার্ডেনরিচের ঘটনার জেরে একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত

টিকিট না পাওয়ায় বিজেপি ছাড়তে পারেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

নির্ধারিত সময়েই ‘বন্ড’ তথ্য প্রকাশ, আশ্বাস প্রধান নির্বাচন কমিশনারের

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশের জের, ২ ম্যাচে নিষিদ্ধ লঙ্কা অধিনায়ক

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে রাষ্ট্রসংঘে

রাজকোটে দুই পেসার নিয়ে খেলতে নামছে ইংল্যান্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর