এই মুহূর্তে




জেনে নিন, ভোজন রসিক নেতাজির কিছু অজানা কথা

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: আজ ২৩ জানুয়ারি। ভারতমাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। নেতাজি মানেই আবেগ। সারাটা জীবন সংগ্রামের মধ্যে কাটলেও তার আড়ালে ছিল একজন খাঁটি ১৬ আনা বাঙালি বাবু। আর, বাঙালী মানেই ভোজন রসিক। খাওয়া-দাওয়ার ব্যাপারে বাঙালির জুড়ি মেলা ভার। ঠিক তেমনই এই ভোজন রসিক বাঙালির তালিকা থেকে  আমাদের “সুভাষ বাবু” তথা নেতাজিও বাদ যাননি। জানা যায়, এই মহামানুষটির খাদ্যাভাস সম্পূর্ণ বাঙালিয়ানায় ভরা ছিল। তাহলে এবার জেনে যাওয়া যাক কেমন ছিল তাঁর খাদ্যাভ্যাস? কী খেতে ভালোবাসতেন তিনি?

  • নেতাজি চা খেতে ভীষণ ভালোবাসতেন। দিনে পঁচিশ ত্রিশ কাপ চা খেতেন তিনি।
  • তাঁর প্রিয় পানীয় ছিল গরম জলে বিটনুন দিয়ে লেবুর রস।
  • ভীষণ পছন্দের খাবার ছিলো খিচুড়ি, ভাত, সোনা মুগ ডাল, মাছের ঝোল। এছাড়াও সুক্ত এবং পুঁইশাক তার খুব পছন্দের খাবার ছিল।
  • একবার মাঝখানে তিনি মাংস-ডিম ইত্যাদি সম্পূর্ণ পরিত্যাগ করেছিলেন। শুধুমাত্র মাছ আর সবজি খেতেন আর কিছু ফল (যেমন : আপেল কলা আর আঙ্গুর), এই ছিল তখন ওনার জীবনধারণের সহায়।
  • নেতাজির নারকেলের তৈরি যে কোনও মিষ্টি খুব পছন্দ করতেন। বিশেষত, চিনির পুলি,নারকেল নাড়ু,মনোহরা তিলের তক্তি ইত্যাদি।
  • ছাত্রাবস্থায় ও রাজনৈতিক জীবনের প্রথমদিকে নেতাজির কফি হাউসের ৪ নম্বর টেবিলে বসে আড্ডা দিতেন। আর সেখানে ওনার প্রিয় ছিল চিকেন কাটলেট।
  • প্রচণ্ড সুপারি খেতেন নেতাজি। এমনকি ব্যাডমিন্টন খেলার সময়ও ভাইপোর চিঠিতে তাঁর সুপারি খাবার উল্লেখ রয়েছে। তবে পরে অবশ্য সুপারি সম্পূর্ণ ছেড়ে দিয়ে হরিতকি খেতেন।
  • Chain Smoker ছিলেন নেতাজি। সেই নিয়ে নিজের অনুগামীদের বকাঝকাও সহ্য করতে হতো ওনাকে।

নেতাজির প্রিয় খাদ্যপ্রতিষ্টানগুলোর মধ্যে বেশ কিছু এখনো বর্তমান।

  • লক্ষীনারায়ণ সাউ এন্ড সন্স : হাতিবাগানের এই স্বনামধন্য তেলেভাজার দোকানটা ২৩ জানুয়ারী নেতাজির স্মৃতিতে সবাইকে বিনামূল্যে তেলেভাজা বিতরণ করে। শোনা যায় নেতাজি এই দোকানে তাঁর জন্মদিন পালন করেছিলেন।
  • প্যারামাউন্ট : বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের এই শরবতের দোকানটি ছিল নেতাজির খুব প্রিয়।
  • ইন্ডিয়ান কফি হাউস : আড্ডা জগতের মক্কা হিসেবে প্রখ্যাত এই প্রতিষ্ঠানের ৪ নম্বর টেবিল এখনো বিখ্যাত নেতাজির স্মৃতিতে।
  • ফেভারিট কেবিন : সূর্য সেন স্ট্রিট অঞ্চলে এই ফেভারিট কেবিনের তাঁর পছন্দের ৪ নম্বর টেবিল আজও শ্রদ্ধার বিষয়।
  • স্বাধীন ভারত হিন্দু হোটেল : এখানে বহু বছর ধরে নিজের হাতে শতরঞ্চি পেতে বন্ধুদের নিয়ে এক আনায় দুবেলা ভরপেট মাছ ভাত খেতেন নেতাজি । কলেজ স্ট্রিটের কাছেই ৮/২ ভবানী দত্ত লেন-এ এখনো স্বমহিমায় চলছে স্বাধীন ভারত হিন্দু হোটেল।
  • La Tour d’Argent : প্যারিসের 15 quai de la Tournelle এ অবস্থিত এই রেস্টুরেন্টটি আজও বিখ্যাত। ১৯৪১ সালে নেতাজির সাথে তৎকালীন ফরাসি প্রধানমন্ত্রীর রাজনৈতিক আলোচনার জন্য এখানেই তাঁরা লাঞ্চ মিটিং সেরেছিলেন।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

বিজেপি বিষবৃক্ষে পরিণত হয়েছে, জবাব দেবে বাংলা, গিরিরাজের মন্তব্যে কটাক্ষ শশী পাঁজার

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে তালিবান মডেল তৈরি করতে চেয়েছিল উমর

দলীয় কার্যালয়ে বসার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের, কী ভাবনা তৃণমূলের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ