এই মুহূর্তে




ওড়িশায় পারাদ্বীপে বাংলার ইঞ্জিনিয়ারকে বিষ খাওয়ানোর অভিযোগ, কলকাতায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় পারাদ্বীপে বাংলার ইঞ্জিনিয়ারকে বিষ খাওয়ানো হয়। এমনই অভিযোগ পরিবারের। অসুস্থ হয়ে কলকাতায় ফিরে ওই ইঞ্জিনিয়ার ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কলকাতায় ফুলবাগান থানায় ওড়িশার পারাদ্বীপে(Paradwip) যে সংস্থার হয়ে ওই বাঙালি ইঞ্জিনিয়ার কাজ করতে গিয়েছিলেন সেই সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের ছেলেকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ করা হয়েছে। মৃত বাঙালি ইঞ্জিনিয়ার এর নাম শ্রেয়াণ ঘোষ(Shreyan Ghosh)। তিনি ওই সংস্থার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। একটি প্রজেক্ট এর কাজ হচ্ছিল সেখানে।পরিবারের সূত্রে জানা গিয়েছে, ইদানিং যে সংস্থায় ওই বাঙালি ইঞ্জিনিয়ার কর্মরত ছিলেন সেখানকার বস তাকে নানাভাবে হেনস্থা করছিল। ওই বাঙালি ইঞ্জিনিয়ার যে ঘরে ভাড়া থাকতেন সেখানে একটি ফ্রিজে তার ঠান্ডা পানীয় রাখা ছিল।

গত কয়েকদিন আগে কাছ থেকে ফিরে এসে যখন সেই ঠান্ডা পানীয় খান তখন তার গলা বুক জ্বলতে থাকে। এরপর তার গলার স্বর ক্ষীণ হয়ে যায়। ধুম জ্বর চলে আসে। এরপর ওই সংস্থার পক্ষ থেকে বাঙালি ইঞ্জিনিয়ার এর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের ছেলে অসুস্থ বলে জানানো হয়। খবর পেয়ে ওই বাঙালি ইঞ্জিনিয়ার এর বাবা এবং পরিবারের সদস্যরা পারা দ্বীপে ছুটে যান। ছেলেকে অসুস্থ দেখে সেখান থেকে বাসে করে কলকাতায় নিয়ে এসে প্রথমে একটি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুর আগে ওই বাঙালি ইঞ্জিনিয়ার বারবার বলে গিয়েছেন তা ঠান্ডা পানীয়তে এমন কিছু মেশানো ছিল যেটি খাওয়ার পর থেকে তার শরীরের ভিতরে সমস্ত কিছু জ্বালা অনুভব হচ্ছিল।জানা গেছে পারাদ্বীপ থেকে অসুস্থ হয়ে ফেরার পর ওই বাঙালি ইঞ্জিনিয়ার কে প্রথমে উত্তর কলকাতার বাগবাজার সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু সেখানে শারীরিক উন্নতি না হওয়ায় তাকে ভিআইপি রোড সংলগ্ন অপর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর অবশেষে ওই বাঙালি ইঞ্জিনিয়ারকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে সোমবার সকালে সেখানে তার মৃত্যু হয় ।

পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতালের ওই বাঙালি ইঞ্জিনিয়ার এর মৃত্যুর পর স্থানীয় ফুলবাগান থানায় ওই সংস্থার কর্তাদের বিরুদ্ধে তাদের ছেলেকে ঠান্ডা পানীয়তে বিষ খাইয়ে খুন করার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার ময়না তদন্তের পর রিপোর্ট পেলে ওই বাঙালি ইঞ্জিনিয়ারের মৃত্যু প্রসঙ্গে কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই খুনের অভিযোগের ঘটনায় ওড়িশা পুলিশের(Ordisha Police) সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেয়াদোত্তীর্ণ ভিসা সহ পাক-আফগান-বাংলাদেশী নাগরিকদের খোঁজে পুলিশ

পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত? জানাল আবহাওয়া দফতর

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

পার্থের মুক্তি নিয়ে মুখ খুললেন ‘বান্ধবী’ অর্পিতা, কী বললেন?

‘কারও দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না?’- জেলমুক্তির পর অর্পিতাকে নিয়ে মুখ খুললেন পার্থ

ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেন্সের আশেপাশে সমস্ত রকমের গাড়ি পার্কিং নিষিদ্ধ, যান চলাচল হবে নিয়ন্ত্রণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ