এই মুহূর্তে




গীতাঞ্জলি স্টেডিয়াম, আলিপুরের উত্তীর্ণ, সল্টলেকের সেন্ট্রাল পার্ক ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র তৃণমূল যোদ্ধাদের ভিড়ে পূর্ণ

নিজস্ব প্রতিনিধি: প্রত্যেক বছরের মত মালদা এবং মুর্শিদাবাদ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতা এসে গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকবেন। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। ২০ থেকে ২২ হাজার লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে(Gitanjali Stadium)। প্রায় ৫০০০ তৃণমূল কর্মী সমর্থক এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে। বাকিরা আজ রাতের মধ্যে এসে পৌঁছাবেন। তৃণমূল কর্মী সমর্থকদের জন্য যথেষ্ট খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বরো ১২ – র চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষের নেতৃত্বে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। রবিবার সকালে এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের বাসে করে একুশে জুলাইয়ের সভাস্থলে নিয়ে যাওয়া হবে।এদিকে, রবিবার ২১ শে জুলাই। এবারের ২১শে জুলাই এক ঐতিহাসিক ২১শে জুলাই হতে চলেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের তরফে।

সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে ব্যাপক ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। ২৯ টা আসন পেয়ে বিজেপিকে কুপকাত করে দিয়েছে সবুজ ব্রিগেড।তাই এবারের ২১শে জুলাই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রিয় সাংসদ অভিষেকবন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেটা শোনার জন্য শুক্রবার রাত থেকে জেলা থেকে আগত কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন কলকাতার বিভিন্ন জায়গায়। আলিপুর উত্তীর্ণতে (Alipur Uttirno)দার্জিলিং জেলা ও পুরুলিয়া জেলার তৃণমূল কর্মীদের রাখা হয়েছে। কাউন্সিলার দেবলীনা বিশ্বাস উত্তীর্ণ তে শনিবার সকাল থেকে তৃণমূল কর্মীদের থাকা ও খাওয়ার দেখাশোনা করেন। এছাড়াও কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র(Khudiram Anusilan Kendra) এবং সল্টলেকের সেন্ট্রাল পার্কে(Saltlake Central Park) অন্যান্য জেলা থেকে আসা কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সল্টলেকে সেন্ট্রাল পার্কে  ১১৬ বিধান নগর বিধানসভা কেন্দ্রের আয়োজনে এবং রাজ্যের মন্ত্রী সুজিত বোসের ব্যবস্থাপনায় সেন্ট্রাল পার্কে উত্তরবঙ্গ থেকে আসা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক আসা শুরু করে দিয়েছে। এই সেন্ট্রাল পার্কে ২৫ হাজার লোকের থাকার ব্যবস্থা এবং খাবার ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ১৬০০০ লোক এসে পৌঁছেছেন। এনারা মূলত এসেছেন উত্তরবঙ্গর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, দার্জিলিং ও কালিংপং থেকে। এখন অব্দি যারা এসেছেন তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আছে মেডিকেল ক্যাম্প।

অন্যদিকে,মালদা থেকে ৫৫ টি বড় বাস এবং ২০০ ওপর ছোট গাড়ি করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কর্মী সমর্থকরা। মালদার বৈষ্টব নগরেরCity All(Baishtabnagar) ১৮ মাইল এলাকায় জমায়েত হন এই মর্মে তৃণমূল কংগ্রেস কর্মীরা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি প্রায় ১৫ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী একুশে জুলাইয়ের সমাবেশে অংশ নেবেন মালদা থেকে। ইতিমধ্যে বেশ কয়েকটি বাস রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে। ধর্মতলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কর্মীদের ডিমভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জল প্রকল্পের গেটে শ্রমিক বিক্ষোভ, আটকানো হল আধিকারিকদের

ভারতের নাগরিক, অথচ সপরিবারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশ, চাঞ্চল্য সংগ্রামপুরে

মালদার বৈষ্ণবনগর থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ