এই মুহূর্তে




রবিবার সন্ধ্যায় মেট্রোর ব্লু – লাইনে টালিগঞ্জ স্টেশনে বিভ্রাট, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে ট্রেন

নিজস্ব প্রতিনিধি: রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে মেট্রো পরিষেবা থমকে যায়। মহানায়ক উত্তম কুমার স্টেশনে ঢোকার মুখে একটি মেট্রো হঠাৎ যান্ত্রিক গোলোযোগের দরুন থমকে যায়। ৩৫ মিনিট আপু ডাউন লাইনে পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণেশ্বর(Dakhineswar ) থেকে মেট্রো চলাচল করছে ময়দান(Maidan) পর্যন্ত। সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ময়দান থেকে টালিগঞ্জ গামী আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে পেছনে থাকা একাধিক মেট্রো বিভিন্ন স্টেশনে আটকে যায়। চাঁদনী চক(Chandni Chwak) মেট্রো স্টেশনে ৪০ মিনিট দাড়িয়ে থাকার পর যাত্রীরা দক্ষিণেশ্বর গামী প্রথম মেট্রো ট্রেন পান। রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা থাকায় অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়া হয়েছিল।

সাধারণত ছুটির দিনে ১৩০ বার আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করে থাকে। কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল সাতটা থেকে সকাল নটার মধ্যে ঘন ঘন মেট্রো পরিষেবা দেওয়া হয়। সকাল সাতটা থেকে মেট্রো ছুটছিল গ্রীন ও ব্লু লাইনে। সারাদিন মেট্রো সার্ভিস স্বাভাবিক থাকলেও রবিবার সন্ধ্যায় টালিগঞ্জ(Tollyganj) মেট্রো স্টেশনে একটি মেট্রো খারাপ হয়ে যাওয়ায় দেখা দেয় বিপত্তি। ৩৫ মিনিট আপ ডাউন লাইনে পরিষেবা বন্ধ রাখা হয়।

ব্লু লাইনে মেট্রোর বিভিন্ন স্টেশনে মাইকে ঘোষণা করা হয় মহানায়ক উত্তম কুমার স্টেশনে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ময়দানের পর থেকে পরিষেবা আপাতত পরিষেবা জারি রাখা হয়েছে। এর ফলে রবিবার বিকেলে যারা মেট্রোয় চেপে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন তারা সমস্যার সম্মুখীন হন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাসে বা অ্যাপ ক্যাবে ফিরতে হয় গন্তব্যস্থলে।কলকাতা মেট্রো রেল সূত্রে জানানো হয় রবিবার সন্ধ্যে ৬টা বেজে ৪৩ মিনিটে দক্ষিণেশ্বরমুখী একটি মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশনের কাছে আসার পর তাতে বিদ্যুৎ বিভ্রাট হয়। ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয় দক্ষিণেশ্বর থেকে ময়দানের মধ্যে মেট্রো চালানো হয়। রাত ৭টা বেজে ৫০ মিনিট নাগাদ ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

শুরু প্রাথমিকে নিয়োগ, এসএসসি’র বাংলা ইংরেজির ইন্টারভিউ শুরু ২৬ নভেম্বর থেকে

নিম্নচাপ-ঘূর্ণাবর্তর জোড়া ফলায় গায়েব হচ্ছে শীত, হিমের পরশ থেকে সাময়িক বঞ্চিত বঙ্গবাসী

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ