এই মুহূর্তে




মৃত্যু বিমান দুর্ঘটনাতেই বাবার মৃত্যু, দাবি কন্যা অনিতার

নিজস্ব প্রতিনিধি: নেতাজি জন্মজয়ন্তীতে ফের তাঁর মৃত্যু নিয়ে মুখ খুললেন কন্যা অনিতা বসু পাফ। দাবি করলেন, বিমান দুর্ঘটনাতেই তাঁর বাবার মৃত্যু হয়েছে। উড়িয়ে দিলেন  ষড়যন্ত্রের তত্ত্ব। সোমবার কলকাতার ইউনিভার্সিটি ইন্সটিটিউটে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি আলোচনাচক্রে আয়োজন করা হয়। সেই আলোচনাচক্রে বক্তব্য রাখছিলেন তাঁর কন্যা অনিতা বসু। তবে ১৯৪৫- সালের কোন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে, সেটা অবশ্য তিনি সুষ্পষ্টভাবে জানানি। ফলে, পুরোপুরি মৃত্যু রহস্য পুরোপুরি কেটে গেল, তা কিন্তু বলা যাচ্ছে না। 

নেতাজি মানেই বাঙালির আবেগ। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এই জনপ্রিয়তা খুব কম জনেই পেয়েছেন। প্রায় সব বাঙালির ঘরে দুইজনের ছবি বিশেষভাবে দেখা যায়। প্রথমজন রবীন্দ্রনাথ, আর দ্বিতীয়জন নেতাজি। নেতাজির জন্মদিবসের আগের দিন থেকে পাড়ায় পাড়ায় শুরু হয় প্রস্তুতি। সকালে শুরু হয় নেতাজি জন্মোৎসব পালন কর্মসূচি। নেতাজি জীবিত না মৃত, তা নিয়ে চর্চা বহু পুরনো। 

অনিতা বসু পাফ এর আগেও একবার তাঁকে বলতে শোনা গিয়েছিল একই কথা। বলেছিলেন, বিমান দুর্ঘটনাতেই তাঁর বাবার মৃত্যু হয়েছে। যাকে নেতাজি হিসেবে প্রমাণ করার চেষ্টা হচ্ছে, সেই গুমনামি বাবা আদৌ নেতাজি নন। যদিও অনিত বসু পাফের এই বক্তব্যকে সমর্থন করেনি বসু পরিবার। গত জানুয়ারিতে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছিলেন অনিতা পাফ।  ধরে নেওয়া যেতে পারে, তাঁর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করবে না বসু পরিবার। 

আরও পড়ুন জিয়াগঞ্জে নেতাজির স্মৃতি বিজড়িত বাড়ি সংরক্ষণের দাবি

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারের ফলাফল দেখে যারা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াচ্ছেন , এত বাড়াবাড়ির প্রয়োজন নেই, মন্তব্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

‘মমতা ছিলেন, আছেন এবং থাকবেন’, বিহারের ফলকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ

নিউটাউনে পেট্রোল পাম্পের কাছে ভয়াবহ আগুন, মাঝরাস্তায় জ্বলছে ট্যাঙ্কার

বিজেপি বিষবৃক্ষে পরিণত হয়েছে, জবাব দেবে বাংলা, গিরিরাজের মন্তব্যে কটাক্ষ শশী পাঁজার

দলীয় কার্যালয়ে বসার সম্ভাবনা পার্থ চট্টোপাধ্যায়ের, কী ভাবনা তৃণমূলের?

রিপোর্ট তলব, ১০০ দিন কাজ বন্ধ রাখার নয়া ‘কৌশল’ কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ