কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেই হ্যান্ডশেক ছোট্ট রাজুর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারী বুটের আওয়াজ। হাতে স্বয়ংক্রিয় রাইফেল। তা দেখে কিছু মানুষ রাস্তার ধারে সরে দাঁড়ায়, আবার কিছু মানুষ ভয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। কিন্তু রাজুর মতো সাহস কেউই দেখাতে পারেনি। বছর চারেকের রাজু কিন্তু সবাইকে চমকে দিয়ে হ্যান্ডশেক করে ছেড়েছে এলাকায় আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ছবিটা উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরের। সেখানেই এদিন রাজুকে দেখা গিয়েছে রুটমার্চে বার হওয়া একের পর এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে হ্যান্ডশেক করতে।
আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষে ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছে নির্বাচন কমিশন। বুধবার রাতে জলপাইগুড়িতে এসে পৌঁছেছে দুই কোম্পানি আধা সামরিক বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁরা বেড়িয়ে পড়েছেন এরিয়া ডমিনেশনের কাজে। এদিন তাঁরা জলপাইগুড়ি সদর ব্লকের শোভারহাট, গড়ালবাড়ি প্রভৃতি এলাকায় রুট মার্চ করেন। আর সেই রুটমার্চ দেখতেই গড়ালবাড়ি এলাকায় রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে পড়েন। কিছু মানুষ আবার ভয় পেয়ে বাড়ির ভেতর চলে যায়। কিন্তু এই একই সময়ে দেখা যায় রাজু মহম্মদ নামে এক ছোট্ট শিশু ছুটে এসে রুট মার্চ করা কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের সঙ্গে হ্যান্ডশেক করতে। সব জওয়ানদের সঙ্গে হ্যান্ডশেক করে সে আবার ছুটে চলে আসে নিজের বাড়িতে।
পরে রাজুকে এই নিয়ে প্রশ্ন করা হলে সে বলে, 'আমি তো ভয় পাইনি। এমনিই ওদের কাছে গেলাম। হ্যান্ডশেক করলাম। ওরাও আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। আমাকে কিছু বলেনি ওরা।' স্থানীয় বাসিন্দা সরিফা খাতুন বলেন এদের দেখে মনে বল পাচ্ছি। মনে হচ্ছে এবার শান্তিতে ভোট হবে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে বুথে গিয়েছিলাম। কিন্তু ভোট দিতে পারিনি। এবার মনে হচ্ছে আমার ভোট আমি দিতে পারবো।'
আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে করার লক্ষে ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেছে নির্বাচন কমিশন। বুধবার রাতে জলপাইগুড়িতে এসে পৌঁছেছে দুই কোম্পানি আধা সামরিক বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁরা বেড়িয়ে পড়েছেন এরিয়া ডমিনেশনের কাজে। এদিন তাঁরা জলপাইগুড়ি সদর ব্লকের শোভারহাট, গড়ালবাড়ি প্রভৃতি এলাকায় রুট মার্চ করেন। আর সেই রুটমার্চ দেখতেই গড়ালবাড়ি এলাকায় রাস্তার পাশে কিছু মানুষ দাঁড়িয়ে পড়েন। কিছু মানুষ আবার ভয় পেয়ে বাড়ির ভেতর চলে যায়। কিন্তু এই একই সময়ে দেখা যায় রাজু মহম্মদ নামে এক ছোট্ট শিশু ছুটে এসে রুট মার্চ করা কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের সঙ্গে হ্যান্ডশেক করতে। সব জওয়ানদের সঙ্গে হ্যান্ডশেক করে সে আবার ছুটে চলে আসে নিজের বাড়িতে।
পরে রাজুকে এই নিয়ে প্রশ্ন করা হলে সে বলে, 'আমি তো ভয় পাইনি। এমনিই ওদের কাছে গেলাম। হ্যান্ডশেক করলাম। ওরাও আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। আমাকে কিছু বলেনি ওরা।' স্থানীয় বাসিন্দা সরিফা খাতুন বলেন এদের দেখে মনে বল পাচ্ছি। মনে হচ্ছে এবার শান্তিতে ভোট হবে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে বুথে গিয়েছিলাম। কিন্তু ভোট দিতে পারিনি। এবার মনে হচ্ছে আমার ভোট আমি দিতে পারবো।'
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment