এই মুহূর্তে




জাতীয় সড়কে নদীর ওপর ব্রিজে ফাটল, মেরামতির দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি: স্রোতস্বিনী নদী যখন শান্ত তখন তার একরকম রূপ, আবার তার ভয়াল রূপ গ্রাস করে নিতে পারে মানুষকে। তাই নদীকে ভয় পায় কমবেশি সবাই। সম্প্রতি এক জাতীয় সড়কে নদীর ওপরের ব্রিজে ভয়াবহ গর্ত ও ফাটল দেখা দিয়েছে। এখানেই শেষ নয়। বেরিয়ে পড়েছে ঢালাইয়ের রড। ফলে ভয় বাসা বেঁধেছে স্থানীয়দের মনে। তাই তাঁরা অবিলম্বে মেরামতির দাবি জানিয়েছেন। আতঙ্কিত জনগণের এখন একটাই বক্তব্য, ব্রিজ সারানো হোক। নাহলে বড় সড় আন্দোলন হবে।

পাঁশকুড়া-মুম্বই জাতীয় সড়কের জানাবাড়ে বাইপাসে নদীর ওপরের ব্রিজে হঠাৎই একটি বড় গর্ত দেখা গিয়েছে। তারপরেই ছড়িয়েছে প্রবল আতঙ্ক। স্থানীয়রা জানিয়েছেন, একদিনে ফাটল ধরেনি। দীর্ঘদিন ধরেই ফাটল ধরছিল। এ নিয়ে জানানোও হয়েছিল। পূর্ত বিভাগের বিরুদ্ধে ফাটল ধরেছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা। রক্ষণাবেক্ষণ এর অভাব এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল রাস্তা তৈরিতে, এমনটাই অভিযোগ গ্রামবাসীর।

ফাটল বাড়তে থাকলের দুর্ঘটনা ঘটতে বাধ্য। তাই ভবিষ্যতে যাতে কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই জন্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। দ্রুত মেরামতি না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কিত স্থানীয়রা। ফাটল এমন পর্যায়ে যে তাতে চোখ রাখলেই নীচে দেখা যাচ্ছে বহমান নদী। স্থানীয়দের অভিযোগ, শুধু ফাটলই ধরেনি, পাশাপাশি বেরিয়ে পড়েছে ঢালাইয়ের রড। এই ঘটনায় পুলিশের উদ্যোগে ওই ভাঙা জায়গায় পুলিশের গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত ব্রিজ মেরামত করে দেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ