জয় শ্রীরাম, আবার বাড়লো দাম! হেঁশেলের দর, ৮৪৫ এর ঘর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: জয় জয় শ্রীরাম। আবারও বাড়লো দাম। এখন দেশ জুড়ে শুধু উন্নয়ন আর উন্নয়ন। হেঁশেলে লাগুক না একটু আগুন, ক্ষতি কী! আগুন না জ্বললে খাবার পাক হবে কী? হবে না, তাই শুধু পেটে নয়, পকেটেও আগুন জ্বালাতে হবে বইকি। তাইতো দেশের মহান প্রধানমন্ত্রীর সরকার এখন চাওয়ালাদের কথা ভাবেই না। তাঁদের এখন ব্রেকফাস্ট হয় আম্বানির ঘরে, লাঞ্চ হয় আদানির বাড়িতে। ইভনিং টি আসে পলাতক কোনও শিল্পপতির বাড়ি থেকে, আর ডিনারটা মনে হয় নীরব মোদির চেনাজানাই কেউ পাঠিয়ে দেয়। এখন আর সাধারন মানুষের কথা ভাবতে গেলে চলবে! দেশে রামমন্দির তৈরি হচ্ছে, বুলেট ট্রেন ছোটার তোড়জোড় চলছে, চাঁদে মানুষ পাঠানোর কথা ভাবতে হচ্ছে, এখন সময় কই রান্নার গ্যাস নিয়ে ভাবার! তাই তো কলকাতায় আজ সকাল থেকেই ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার ৮৪৫ টাকা ৫০পয়সা দরে বিকোচ্ছে। ১৯ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬৮১ টাকা ৫০ পয়সা দরে। এখন উন্নয়ন হি উন্নয়ন। নরেন্দ্র মোদি অমর রহে।
মধ্যবিত্ত বাঙালি, করছো কী তুমি! চোখে কি পড়েছে ছানি। দেখতে পাচ্ছো না দেশজুড়ে উন্নয়ন। এরপরও বলছো দিদি থাকুক বঙ্গে! বলিহারি, বটে। দিদি হটাও, মোদিকে লাও। দেখবে এক বছরেই পেট্রোল ১৫০ টাকা লিটার, রান্নার গ্যাস হাজার টাকার সিলিন্ডার। এখন আর কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী নিয়ে ভাবলে চলবে! এখন বার বার বলতে হবে, 'জয় শ্রীরাম। দেশের রাজা ভগবান।' আর খিদে পেলে রান্নাবান্না না করে প্রফেসর শঙ্কুর সেই অত্যাশ্চর্য এক ট্যাবলেট আছে না, যা খেলে কিনা পেট ভরে যায়, আর খিদে লাগে না। সেটাই ওষুধের দোকান থেকে কিনে এনে খেয়ে নিতে হবে। অনলাইনেও অর্ডার দিতে পারেন। কী খারাপ অবস্থায় ছিলেন বলুন তো, প্রতিদিন রান্না করা, মাসে মাসে গ্যাসের সিলিন্ডার কেনা, বাজার করা। আর এখন দেখুন মোদিবাবুর কৃপায় আমরা সব বাজার যেতে ভুলে গিয়েছি, রান্নাবান্না না করে প্রফেসর শঙ্কুর ট্যাবলেট খেয়ে পেট ভরাচ্ছি। আর থেকে থেকে বলে উঠছি জয় শ্রীরাম। মোদি তুমি ভগবান।
এই তো চার দিন আগেই বেড়েছিল। আজ থেকে আরও ২৫টাকা বাড়লো। তাতে কী মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। দিলীপকাকু আজ সকালেই যেমন বলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দর বেড়েছে তাই এখানেও রান্নার গ্যাসের দাম বেড়েছে। আচ্ছা বাঙালি তুলি না সেই, 'তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম' শোনা পাবলিক। তোমার কী রাগ করা চলে। তোমরা তো বিশ্বব্যাপী কমরেডগণের ভ্রাতাভগ্নীগণ কিনা! তোমাদের তো আন্তর্জাতিক তেলের দামের কথা মাথায় রাখতেই হবে, সবই যদি মোদিবাবাকে খেয়াল রাখতে হয় তাহলে তুমি কী করবে। এই যে আড়াই মাসের মধ্যে ২২৫টাকা দাম বেড়ে গেল, তার জন্য খেয়াল রেখেছো কী মোদিবাবাকে কত কষ্ট করতে হয়েছে। ভর্তুকি বন্ধ করতে হয়েছে, ট্রেনের টিকিটের দাম বাড়াতে হয়েছে। আর এসব করতে গিয়ে তোমরা কী ভাবছো মোদিবাবুর কষ্ট হয়নি, খুউব কষ্ট হয়েছে। বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আর তোমরা বাঙালি এখনও খালি দিদি দিদি করে যাচ্ছো। ঘুম ভাঙো, বলো তুমি আর নও বাঙালি, তুমি এখন গুজ্জুবাবু। পাও লাগু মোদুবাবু।
মধ্যবিত্ত বাঙালি, করছো কী তুমি! চোখে কি পড়েছে ছানি। দেখতে পাচ্ছো না দেশজুড়ে উন্নয়ন। এরপরও বলছো দিদি থাকুক বঙ্গে! বলিহারি, বটে। দিদি হটাও, মোদিকে লাও। দেখবে এক বছরেই পেট্রোল ১৫০ টাকা লিটার, রান্নার গ্যাস হাজার টাকার সিলিন্ডার। এখন আর কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী নিয়ে ভাবলে চলবে! এখন বার বার বলতে হবে, 'জয় শ্রীরাম। দেশের রাজা ভগবান।' আর খিদে পেলে রান্নাবান্না না করে প্রফেসর শঙ্কুর সেই অত্যাশ্চর্য এক ট্যাবলেট আছে না, যা খেলে কিনা পেট ভরে যায়, আর খিদে লাগে না। সেটাই ওষুধের দোকান থেকে কিনে এনে খেয়ে নিতে হবে। অনলাইনেও অর্ডার দিতে পারেন। কী খারাপ অবস্থায় ছিলেন বলুন তো, প্রতিদিন রান্না করা, মাসে মাসে গ্যাসের সিলিন্ডার কেনা, বাজার করা। আর এখন দেখুন মোদিবাবুর কৃপায় আমরা সব বাজার যেতে ভুলে গিয়েছি, রান্নাবান্না না করে প্রফেসর শঙ্কুর ট্যাবলেট খেয়ে পেট ভরাচ্ছি। আর থেকে থেকে বলে উঠছি জয় শ্রীরাম। মোদি তুমি ভগবান।
এই তো চার দিন আগেই বেড়েছিল। আজ থেকে আরও ২৫টাকা বাড়লো। তাতে কী মহাভারত অশুদ্ধ হয়ে গিয়েছে। দিলীপকাকু আজ সকালেই যেমন বলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দর বেড়েছে তাই এখানেও রান্নার গ্যাসের দাম বেড়েছে। আচ্ছা বাঙালি তুলি না সেই, 'তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম' শোনা পাবলিক। তোমার কী রাগ করা চলে। তোমরা তো বিশ্বব্যাপী কমরেডগণের ভ্রাতাভগ্নীগণ কিনা! তোমাদের তো আন্তর্জাতিক তেলের দামের কথা মাথায় রাখতেই হবে, সবই যদি মোদিবাবাকে খেয়াল রাখতে হয় তাহলে তুমি কী করবে। এই যে আড়াই মাসের মধ্যে ২২৫টাকা দাম বেড়ে গেল, তার জন্য খেয়াল রেখেছো কী মোদিবাবাকে কত কষ্ট করতে হয়েছে। ভর্তুকি বন্ধ করতে হয়েছে, ট্রেনের টিকিটের দাম বাড়াতে হয়েছে। আর এসব করতে গিয়ে তোমরা কী ভাবছো মোদিবাবুর কষ্ট হয়নি, খুউব কষ্ট হয়েছে। বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আর তোমরা বাঙালি এখনও খালি দিদি দিদি করে যাচ্ছো। ঘুম ভাঙো, বলো তুমি আর নও বাঙালি, তুমি এখন গুজ্জুবাবু। পাও লাগু মোদুবাবু।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment