24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:42 am
নিজস্ব প্রতিনিধি, মাহেশ: করোনা মহামারী কাটিয়ে সারা পৃথিবী ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে ।সেই উপলক্ষে রবিবার হুগলির মাহেশের(Mahesh) ৬২৬ বছরের ঐতিহাসিক জগন্নাথ দেবের(Jagannath Temple) মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়, জগন্নাথ মন্দির প্রাঙ্গনে। বাংলার বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিতরা পাঁচ হাজার বার প্রভু জগন্নাথের নামে যজ্ঞে আহুতি দেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান ,বর্তমান সময় বিশ্ব শান্তির জন্য আমাদের আজকের এই শান্তি যজ্ঞের আয়োজন।
আজকের এই অনুষ্ঠানে জগন্নাথ দেবের সমস্ত সেবাইত এবং দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক (MLA)সুদীপ্ত রায় সহ বহু বিশিষ্ট মানুষজন। পিয়ালবাবু জানান ,আজকের এই যজ্ঞ উপলক্ষে জগন্নাথ দেবের বিশেষ পূজা অর্চনা হয় এবং কয়েক হাজার মানুষ দুপুরে প্রভু জগন্নাথের প্রসাদ গ্রহণ করেন। এছাড়াও এই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।
বিধায়ক সুদীপ্ত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুন করে মায়ের জগন্নাথের মন্দির তৈরি হয়েছে এবং সেখানে বিশ্ব শান্তির জন্য যে যজ্ঞ হল, একটাই প্রার্থনা জগন্নাথ মহাপ্রভু, বলরাম, সুভদ্রা সকলের মঙ্গল করুন।৬২৬ বছরের ঐতিহ্যবাহী হুগলি জেলার মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব মহাযজ্ঞ কর্মসূচিতে সকলের মঙ্গল কামনা করা হয় ট্রাস্টির পক্ষ থেকে।
মোট পাঁচ হাজার বার মহাপ্রভু জগন্নাথ এর কাছে মহাযজ্ঞে আহুতি প্রদান করা হয়।