এই মুহূর্তে




মালদায় ৫৫ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত ৩ পাচারকারী




নিজস্ব প্রতিনিধি, মালদা:পৃথক দুটি জায়গা থেকে ৫৫ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ।পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার(Brown Sugar) সহ মোট তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করল পুলিশ । গভীর রাতে বৈষ্ণবনগর থানার এলাহীটোলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, ধৃত দুই জনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মন্ডল। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার(Baishnanagar P.S.)শুকদেবপুর এলাকায়। এদিন মোটরসাইকেল করে ওই দুইজন ব্রাউনসুগারগুলি কোথাও পাচার করা পরিকল্পনা নিয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে, ওই দুই মাদককারবারিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। অন্যদিকে এদিন রাতে আলিপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৮১ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম ধনঞ্জয় ভকত।

মাদক কারবারি ওই ব্রাউন সুগারগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল। দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের শুক্রবার মালদা আদালতে পেশ করা হয়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে,জলের দাবিতে মহিলাদের বিক্ষোভ খোদ পুরসভায়।বর্ষাকালে ভাগীরথী দিয়ে কচুরিপানা ভেসে যাওয়া নতুন নয়। পুরসভার জল প্রকল্পে ইনটেক পয়েন্টে ঘোলা জল ও নতুন কিছু নয়। তবে এভাবে কখনো উদাসীন থাকতে দেখা যায়নি পুরসভা কে । এই দাবি নিয়েই মূলত নদিয়ার শান্তিপুর(Shantipur) শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কাঁসারী পাড়ার আনুমানিক প্রায় ৫০ জন মহিলা এবং বেশ কয়েকজন পুরুষ শান্তিপুর পৌরসভায় এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি বিগত দিনে পুরসভার এরকম বেহাল অবস্থা তারা আগে কখনো দেখেননি। পরিকাঠামো না থাকা সত্ত্বেও দিনের পর দিন নতুন সংযোগ বাড়ানো হচ্ছে।

অথচ সে সময় যারা মোটা অংকের অর্থের বিনিময়ে এই পরিষেবা কিনেছিলেন আজ তারাও ব্রাত্য হচ্ছেন, নিজেদের অধিকার থেকে। যেখানে পুরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছানো পানীয় জল সুনির্দিষ্ট সময় মেনে পাঠানো হচ্ছে না। অন্যদিকে, যদিও বা জল আসে তার গতি এতই কম, সেই ন্যূনতম সময়সীমার মধ্যে মাত্র কয়েকটি বালতিতে জল ভরা যাচ্ছে। গুণগতমান এতই খারাপ তা ব্যবহারের উপযোগী নয় ,তার ফলেই পানীয় জল কিনে খেতে হচ্ছে। দীর্ঘ প্রায় এক মাস ধরে এমনই অভিযোগ বিক্ষোভকারীদের। অনেকে জানাচ্ছেন, নিকাশী নালা(Dranage) নির্মাণের জন্য তাদের জলের পাইপ তুলে ফেলা হয়েছে প্রায় মাসখানেক আগে কিন্তু তা আর মেরামতি হয়নি । এ ধরনের নানান সমস্যা নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রশান্ত বিশ্বাসকে জানালে তিনি বলেন ,সবটাই তার হাতে নেই। তাই চেয়ারম্যানের সাথে এ বিষয়ে বিস্তারিত কথা বলাই ভালো।

যদিও আজ বিক্ষোভকারীরা পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথে দেখা করতে পারেননি । তিনি জরুরী মিটিং এ কলকাতায় থাকার কারণে দেখা হয়নি। জল দপ্তরের দায়িত্বে থাকা শুভজিৎ দে’ র সাথেও কোনো কথা হয় নি। তবে প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায়ের সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানালে তিনি তাদের সোমবার চেয়ারম্যানের সাথে দেখা করার পরামর্শ দেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লাভপুরে বিজেপি ছেড়ে ২০০ পরিবারের তৃণমূলে যোগ

রাজস্থানে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার

নিউটাউনে জনবহুল এলাকার ফুটপাত থেকে রক্তাক্ত যুবককে উদ্ধার করল পুলিশ

বহরমপুরে ভাগিরথী নদী থেকে নিখোঁজ নার্সের দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা

রাজ্যের সব Smart Panchayat’র সব বাড়ি পাবে Unique Identification Number

আরজি কর কাণ্ডের তদন্তে আমজনতার সাহায্য চাইল সিবিআই

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর