এই মুহূর্তে




ফের বিজেপিতে ভাঙন নবদ্বীপ ও মালদায়, একাধিক পরিবার যোগ দিল তৃণমূল শিবিরে




নিজস্ব প্রতিনিধি, মালদা ও নদিয়া: ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বিজেপির পঞ্চায়েত সদস্যা।নবদ্বীপ ব্লকের চরস্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পিংকি মন্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের(Nabwadip Block) চর স্বরুপগঞ্জ তৃণমূল কার্যালয়ে দলত্যাগী পঞ্চায়েত সদস্যার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা। এদিন বিজেপি থেকে আসা পঞ্চায়েত সদস্যা পিংকি মন্ডল জানান, বিজেপিতে থেকে সম্মান পাচ্ছিলাম না। একই সাথে মানুষের জন্য কাজ করার কোন সুযোগ সুবিধা তারা দেয়নি।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি দেখে আমি তৃণমূলে যোগদান করেছি।

মূলত মানুষের জন্য কাজ করতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করা। ফলে ২৬ আসন বিশিষ্ট পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় ১০ টি আসন বিজেপি ১০টি এবং সিপিআইএম ৬টি আসন। বিজেপি এবং সিপিআইএম মিলে পঞ্চায়েত গঠন করেছিল। এর আগে বিজিপির আরো ২ পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ায় বর্তমান তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো ১৩টি। ফলে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র সময়ের অপেক্ষা পঞ্চায়েত বোর্ড গঠন করতে। এ বিষয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তথা রানাঘাট দক্ষিন জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ধারায় সামিল হল এরা। এই পঞ্চায়েতে বিজেপি কোন কাজ করেনি সাধারণ মানুষের জন্য। তাই বিজেপির সমস্ত পঞ্চায়েত সদস্যরা বুঝতে পেরেছে এই দলে থেকে উন্নয়ন করা সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি ভরসা রেখে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করল। ফলে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই পঞ্চায়েত গঠন করাটা। অপরদিকে, মালদাতে(Malda) এবার বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল। প্রায় ২ শতাধিক কর্মী করলেন যোগদান তৃণমূলে।বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা ,তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী ,আরো এক তৃণমূল নেতা সারাফত আলী সহ আরো অন্যান্যরা। এদিন ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতা-নেত্রীরা এবং আগামী দিনে তৃণমূলের হয়েই দল করবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী। তিনি বলেন, বিজেপির এখানে এমএলএ এমপি আছে কোন কাজ করে না ।তাই তারা দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করেছেন। বিজেপির সমর্থকরা বলেন আমরা বিজেপি করছিলাম তবে কোন উন্নয়ন দেখতে পাইনি। তাই দিদির কাজে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে যোগদান করেছি। অন্যদিকে এ বিষয়ে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তৃণমূলের কেউ যায়নি। ওদেরই কর্মীরাই দলে যোগদান করেছে,তারা হাওয়া গরম করার চেষ্টা করছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কংসাবতী নদী সাঁতরে বাড়ি ফিরতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেলেন বলরামপুরের এক ব্যক্তি

কদম্বগাছির পীরগাছাতে শিশুদের ব্যবহৃত প্যাম্পারস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড

চন্দ্রকোনাতে বন্যায় ফের প্রাণ কাড়ল এক যুবকের, উদ্ধার মৃতদেহ

শৌচাগার পরিস্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ২ ভাইয়ের

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

মেমারিতে অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি, ব্যাপক শোরগোল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ