এই মুহূর্তে




ছট পুজোকে ঘিরে মালদায় নজিরবিহীন নজরদারি, গঙ্গার ঘাটে বম্ব স্কোয়াডের তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, পুরাতন মালদা: ছটপুজাকে ঘিরে নিরাপত্তা জোরদার করল প্রশাসন। জেলার বিভিন্ন ঘাটে ছটপূজা উপলক্ষে নাশকতা-বিরোধী তল্লাশি চালাল পুলিশ ও বম্ব স্কোয়াড(Bomb Squad)। সোমবার তারা পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ঘাটের আশপাশে সন্দেহজনক বস্তু রয়েছে কি না তা খতিয়ে দেখেন। সোমবার পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকার ঘাটের সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ছটপূজার দিন যাতে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।ছট পুজা উপলক্ষে দুই পুরসভা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

পুজোর আগের দিন জেলাশাসক নীতিন সিঙ্ঘানীয়া, জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মহকুমা শাসক সহ আধিকারিকেরা এদিন স্পিড বোর্ডে করে ইংরেজবাজারের মিশন ঘাট থেকে পুরাতন মালদার বাশামারী মহানন্দার ঘর পর্যন্ত পরিদর্শন করেন। যাতে কোন ভাবেই ছট পালনকারীদের কোনরূপ অসুবিধা না হয়, তা খতিয়ে দেখা হয়। ইতিমধ্যেই নিরাপত্তার কারণে থাকছে সিসিটিভি(CCTV), পুলিশ ও প্রশাসন। এদিকে,আসন্ন ছট পূজা উপলক্ষে পুরাতন মালদা পৌরসভা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতির শেষ মুহূর্তের তৎপরতা। রবিবার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে ঘুরে দেখেন পৌর এলাকার সমস্ত ২০টি ওয়ার্ডের ছট ঘাট।এদিন প্রতিটি ঘাটে গিয়ে তিনি ছট ব্রতিদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। ঘাট এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা ও বিদ্যুতের ব্যবস্থা ,ঘাট ও সংলগ্ন অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন ,ব্রতিনিদের জন্য পোশাক চেঞ্জিং রুম ,রাস্তাঘাট সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা,নিরাপত্তার স্বার্থে জলের নির্দিষ্ট সীমা থাকবে ।

জরুরি পরিস্থিতির জন্য ফাস্টএইড ব্যবস্থা সহ ,এবং আতশবাজি ফোটাতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে।চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান,“ছট পুজা(Chatt Puja) আমাদের এলাকার এক গুরুত্বপূর্ণ উৎসব। ব্রতনিদের যেন কোনও অসুবিধা না হয়, সেজন্য পৌরসভার পক্ষ থেকে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।”এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনের একাধিক কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাঁরা প্রত্যেকে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।পুরাতন মালদা জুড়ে এখন ছট উৎসবের আমেজ। প্রশাসনও প্রস্তুত সোমবার ও মঙ্গলবার আগত ভক্ত ও ব্রতনিদের স্বাগত জানাতে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ